banner

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 937 বার পঠিত

 

‘অপরাজিতাবিডি’ ২০১৮ সালের সালতামামি

 


নারী সংবাদ


২০১৮ সালের সালতামামি লেখার চেষ্টা। ২০১৮ সাল কেমন গেল— এ প্রসঙ্গে বলতে গেলে প্রথমে আমাদের অনলাইন ম্যাগাজিন ‘অপরাজিতাবিডির’ এ বছর সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিতে চাই।

এ বছর ১৬টি ক্যাটাগরি ঠিক করা হয়।
উল্লেখযোগ্য ক্যাটাগরি গুলো হল, অপরাজিতা/ মেইক ইউরসেলফ/ ইন্টারন্যাশনাল উইমেন্স/ঘরকন্যা/ ক্ষুদ্র উদ্যোক্তা/প্যারেন্টিং/নারীর জন্য আইন/স্বাস্থ্যকথা/নারী সংবাদ/ মনের জানালা/সাহিত্য/ দাম্পত্য /কি পড়বেন, অন্যান্য ।

এ বছরের উল্লেখযোগ্য পোস্ট হল,

অপরাজিতা

১.অধ্যাপিকা চেমন আরা

অধ্যাপিকা চেমন আরা

২.বিশিষ্ট সাহিত্যিক ফরিদা হোসেনের সাক্ষাৎকার

বিশিষ্ট সাহিত্যিক ফরিদা হোসেনের সাক্ষাৎকার

দাম্পত্য

১.দাম্পত্য জীবনের কিছু কথা

দাম্পত্য জীবনের কিছু কথা

২.বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান

বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান -৫

৩.দাম্পত্য জীবনে দুইটা ব্যাপার

দাম্পত্য জীবনে দুইটা ব্যাপার

প্যারেন্টিং

১.খেলনার বদলে শিশুর মোবাইল চাই!

খেলনার বদলে শিশুর মোবাইল চাই!

২.ভাল প্যারেন্টিং এর জন্য ৫টি টিপস

ভাল প্যারেন্টিং এর জন্য ৫টি টিপস

৩.নবজাতকে দেখতে যাবার সময় কি করবেন

নবজাতকে দেখতে যাবার সময় কি করবেন

মনের জানালা

১.অনাবিল এক প্রশান্তি

অনাবিল এক প্রশান্তি

২.‘গায়ের রঙ এবং আমাদের মানসিকতা’

‘গায়ের রঙ এবং আমাদের মানসিকতা’

৩.জ্ঞানার্জন আমাকে বিনয়ী করছে তো?

জ্ঞানার্জন আমাকে বিনয়ী করছে তো?

স্বাস্থ্যকথা

১.শিশুর ডায়াবেটিকস ঝুঁকি

শিশুর ডায়াবেটিকস ঝুঁকি

২.‘মাথাব্যথা আর সমস্যা নয়’

‘মাথাব্যথা আর সমস্যা নয়’

৩.স্তন ক্যানসার : সচেতনতাই যার প্রতিকার

স্তন ক্যানসার : সচেতনতাই যার প্রতিকার – ২য় পর্ব

৪.‘প্রেগনেন্সি’

‘প্রেগনেন্সি’

ক্ষুদ্র উদ্যোক্তা

১.শুধু প্রণোদনা নয়, নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণও প্রয়োজন

শুধু প্রণোদনা নয়, নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণও প্রয়োজন

২.‘নিজের কাজকে সন্মান করুন’

‘নিজের কাজকে সন্মান করুন’

৩.“আমাকে পারতেই হবে”

“আমাকে পারতেই হবে”

মেইক ইউরসেলফ

১.সুন্দর কথা হল ‘শিল্প’

সুন্দর কথা হল ‘শিল্প’

২.কিভাবে স্মার্ট হবেন?

কিভাবে স্মার্ট হবেন?

৩.ব্যক্তিত্ব প্রকাশে হাসির ভূমিকা

ব্যক্তিত্ব প্রকাশে হাসির ভূমিকা

৪.‘ফটোগ্রাফি নারীদের কি ক্যারিয়ার হতে পারে’

‘ফটোগ্রাফি নারীদের কি ক্যারিয়ার হতে পারে’

সাহিত্য

১.“কৃষ্ণচূড়ার কিশোরী জীবন”

“কৃষ্ণচূড়ার কিশোরী জীবন”

২.সুবহে সাদিক

সুবহে সাদিক

৩.ক্লান্তিহীন ভালোবাসা

ক্লান্তিহীন ভালোবাসা

কি পড়বেন

১.বুক রিভিউ – ‘সফলদের স্বপ্নগাথা’

বুক রিভিউ – ‘সফলদের স্বপ্নগাথা’

২.বইয়ের নামঃ জ্ঞানতাপস ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্

বইয়ের নামঃ জ্ঞানতাপস ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্

৩.কাবিলের বোন

কাবিলের বোন

কয়েকটি পোস্ট জানলে পুরো ম্যাগাজিন সম্পর্কে জানা যাবে। অর্থাৎ ভাতের একটা দানা টিপে সব ভাত সিদ্ধ হয়েছে কিনা দেখা।

এ বছরটি  বিস্তর নারী সাফল্য সম্পর্কে পড়েছি, লেখালেখি করেছি। আশা করি স্বল্প পরিসরে নারীর সাফল্য ও নারী নির্যাতনের একটা চিত্র খুঁজে পাবেন।

নারীর সাফল্য

নারী শিক্ষা

সরকারের গত ৯ বছরের নিরন্তর প্রচেষ্টায় বর্তমানে দেশে নারী শিক্ষার হার ৫০ দশমিক ৫৪ শতাংশে উন্নীত হয়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) হিসেব অনুযায়ী বর্তমানে প্রাথমিক পর্যায়ে মোট ছাত্রছাত্রীর প্রায় ৫১ শতাংশ, মাধ্যমিক পর্যায়ে ৫৪ শতাংশ, এইচএসসি পর্যায়ে ৪৮ দশমিক ৩৮ শতাংশ ছাত্রী। নারীশিক্ষার হার বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১০৯ নম্বরে।

প্রথম নারী মেজর জেনারেল

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হয়েছেন সুসানে গীতি। ২০১৮ সালে এটিও নারীর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে একটি।

টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ

ধর্ষণের শিকার নারী ও শিশুর শারীরিক পরীক্ষার জন্য আগে টু ফিঙ্গার টেস্ট ব্যবহৃত হতো। বিগত বছর টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। ধর্ষণ প্রমাণে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে এই টেস্টের কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। তাছাড়া ধর্ষণের ক্ষেত্রে পিভি টেস্ট নামে বায়ো ম্যানুয়াল টেস্ট করাও নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। শুধু তাই নয়, ধর্ষণের শিকার হওয়া নারীর স্বাস্থ্যগত সেবাসহ অন্যান্য সেবা সবার আগে নিশ্চিত করার ব্যাপারটিও ২০১৮ সালেই কার্যকর হয়েছে।

নারী উন্নয়নে বিশেষ উদ্যোগ

নারী উন্নয়ন ও সমতার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ও দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (NSAPR) আলোকে নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নকল্পে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদফতরের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নারী নির্যাতনের চিত্র

২০১৭ সালের চিত্র…..

বাংলাদেশ মহিলা পরিষদের ২০১৭ সালের নারী নির্যাতনের পরিসংখ্যান মতে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৭৯, যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৫৫, উত্ত্যক্ত করা হয়েছে ২৫৫ জনকে। এ বছর এ পর্যন্ত নারী নির্যাতনের শিকার হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। ২০১৬ সালে ছিল ১ হাজার ৪৫৩ জন। এ বছর তা বেড়েছে। গ্রন্থনা : রীতা ভৌমিক, আবুল বাশার ফিরোজ ও শিল্পী নাগ।

২০১৮ সালের চিত্র….

২০১৮ সালে প্রথম ১০ মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৬৪৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছেন ৫৩ জনকে। আর যৌন নির্যাতনের শিকার হয়েছেন ১৪১ জন নারী। বাংলাদেশ মহিলা পরিষদ আজ রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র ২০১৮-এর সমীক্ষায় এসব তথ্য তুলে ধরে।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গণধর্ষণের শিকার হয়েছেন ১৬৫ জন নারী, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১১৫ জন নারীকে এবং শ্লীলতাহানির শিকার ৫৫ জন নারী। এ ছাড়া উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৪০ জন নারী এবং উত্ত্যক্তে শিকার হওয়ার কারণে আত্মহত্যা করেছেন ১৪ জন নারী।

Facebook Comments