banner

সোমবার, ০৬ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 926 বার পঠিত

 

নবজাতকে দেখতে যাবার সময় কি করবেন


প্যারেন্টিং


পৃথিবীর প্রায় সবাই নতুন শিশুদের খুব পছন্দ এবং ভালবাসে। শিশুরা জন্ম নেয় উজ্জীবিত, সাহস এবং সম্ভাবনা পূর্ণ আলো নিয়ে। সুতরাং তাদের আগমনের পর বিভিন্ন জীবাণু বা নানান ধরনের অসুবিধা থেকে নিরাপদে রাখার দায়িত্ব বাবা মা সহ সকল আত্মীয় স্বজনেরও ।সুতরাং নবজাতককে দেখতে গেলে কিছু বিষয় অবশ্যই মেনে চলা দরকার-

১. বাইর থেকে এসেই নবজাতকে কোলে নেওয়া থেকে দূরে থাকুন।

২.যতক্ষণ না শিশুটির অভিভাবক বা ডাক্তার অনুমতি না দেয় ততক্ষণ অপেক্ষা করুন।

৩.সেখানে আত্মীয় স্বজনের উপস্থিতি কেমন তার ধারণা আগেই জেনে নিন।

৪. শিশুর ধরার আগে হাত ধুয়ে নেওয়া আবশ্যক।

৫. যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে বাসায় থাকুন নবজাতকে দেখতে যাবার প্রয়োজন নেই।

৬.যদি কোন নিয়ম সার্বজনীন হয়, তাহলে ভাল হয় শিশুর সুস্থতার কথা চিন্তা করে তা মেনে চলা।

৭.ছোট বাচ্চা বা স্কুলে যাওয়া বাচ্চাদের জীবাণু থাকতে পারে তাই তাদের নিয়ে নবজাতক দেখতে যাবেন না:

৮. যখন আপনি পৌঁছান, আপনার হাত পা সঠিকভাবে ডেটল বা সেভলন দিয়ে ধুয়ে নিন ।

৯.তীব্র মাত্রার সুগন্ধি ব্যবহার করবেন না।
এমনি ধুমপান করে বাচ্চার কাছে যাবেন না।

১০. খুব দীর্ঘ সময় ধরে সেখানে থাকবেন না।

১১. কোন ক্রমে নবজাতক শিশুর কাছে ভিড় করবেন না।

১২. পরিবার বা প্যারেন্টকে জিজ্ঞাসা না করে কোন ভাবেই শিশুর ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করবেন না।

Facebook Comments