‘গায়ের রঙ এবং আমাদের মানসিকতা’

 সাজেদা হোমায়রা খুব ছোটবেলা থেকেই আমরা এটা জেনেই বড় হই, সুন্দর হওয়ার প্রথম শর্ত হচ্ছে তার গায়ের রঙ সাদা। আর যার গায়ের রঙ সাদা নয় সে তথাকথিত সুন্দরের সংজ্ঞার বাইরে। যার গায়ের রঙ সাদা নয়, কালো বা শ্যামলা সে প্রতিনিয়তই হীনমন্যতায় ভুগছে বা আফসোস করছে। অবশ্য করবেইবা না কেন?এ আফসোস তো আর একদিনে তৈরি হয়নি। … Continue reading ‘গায়ের রঙ এবং আমাদের মানসিকতা’