banner

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 628 বার পঠিত

 

ফ্যাশন উইকে গ্রহণযোগ্যতা পেল হিজাব-স্টাইল

বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে হিজাব নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা হয়েছে। তবে বর্তমানে মুসলিম নারীদের কাছে জনপ্রিয় এই পোশাকটি এখন পশ্চিমা বিশ্বেও গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে। এমনকি তাদের ডিজাইনাররাও এখন হিজাব স্টাইল নিয়ে কাজ করছেন।

চলতি বছর কঠোর সমালোচনার পর ফ্রান্সে বোরকা নিষিদ্ধ হল। কিন্তু হিজাব ফ্যাশন ঠিকই নিউ ইয়র্ক ফ্যাশন উইকের রানওয়েতে জায়গা করে নিয়েছে। এই হিজাব স্টাইলকে উপস্থাপনের জন্য কৃতিত্ব দিতে হবে ইন্দোনেশিয়ান ডিজাইনার আনিসা হাসিবুয়ানকে।

২৮ বছর বয়সী এই ডিজাইনার একই সাথে নতুন হিজাব ডিজাইন উপস্থাপন করেন লন্ডন ফ্যাশন উইক ২০১৫ তে। এছাড়া তিনি নিউ ইয়র্ক কুটুয়ার উইকে দুইবার অংশগ্রহণ করেন এবং একবার তিনি বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ডও পেয়েছেন।

তিনি শুধু হিজাব ফ্যাশনের দ্বারই উন্মুক্ত করেননি, একই সাথে তিনি তার বাহারি রঙের এবং অসাধারণ ডিজাইনের জন্য দর্শকদের কাছ থেকেও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তিনি তার এই কালেকশনের নাম দিয়েছেন ‘ডি’জাকার্তা’।

Facebook Comments