banner

রবিবার, ০৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 652 বার পঠিত

 

নুর ই আলিফ হাসানের সাফল্য

বিশেষ সংবাদ


নুর ই আলিফ হাসান, বাংলাদেশের নক্ষত্র জ্বলজ্বল করছে মস্কোর আকাশে। ২০১৮ সালে ‘ALOHA Mental Arithmetic International Competition’ মস্কো তে লেবেল- ৩ তে (সিনিয়র) থেকে দ্বিতীয় স্থান লাভ করেন। বাবা-মা সন্তানকে উদ্বুদ্ধ করেছেন এমন চমৎকার কার‍্যক্রমে অংশগ্রহণ করার জন্য।

মুলত, রাশিয়ার রাজধানী মস্কোতে
‘আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (কংগ্রেস হোল)’ এ ‘ALOHA Mental Arithmetic International Competition ২০১৮’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের ছাত্ররা এই প্রতিযোগিতায় তাদের গতি ও নির্ভুলতা পরীক্ষা করতে অংশগ্রহণ করবে। ALOHA পক্ষ থেকে বাংলাদেশ থেকে ২৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন এই বছর। এবং ‘নুর ই আলিফ হাসান’ লেবেল- ৩ তে (সিনিয়র) থেকে দ্বিতীয় স্থান লাভ করেন।

নুর ই আলিফ হাসান এর সফলতা আমাদের এ প্রজন্মের শিশু কিশোরদেরকে উৎসাহিত করবে। ALOHA আয়োজক বৃন্দ কে আন্তরিক ধন্যবাদ। পুরো বাংলাদেশের পক্ষ থেকে নুর ই আলিফ হাসানকে অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা।

অপরাজিতাবিডির পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি প্রতি বছর সংগঠিত। পূর্ববর্তী বছরে এই প্রতিযোগিতাটি অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপিনসে অনুষ্ঠিত হয়েছিল।

Facebook Comments