banner

রবিবার, ০৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 733 বার পঠিত

 

অধিকার

মোঃ দেলোয়ার হোসেন !


ভিক্ষা চাইতে আসিনি ,
এসেছিলাম আমার অধিকারের দাবী নিয়ে !

এ অধিকার,
আমার জন্মগত অধিকার !

এ অধিকার,
আমার খেটে খাওয়া পিতার কলিজার ঘাম ঝরানো পরিশ্রমে,
“পনেরো” টাকা উপার্জনের অধিকার !

এ অধিকার,
আমার মায়ের একআধ বেলা না খেয়ে থেকে ,
“আটত্রিশ” টাকা সঞ্চয়ের অধিকার !

এ অধিকার ,
আমার ভাইয়ের সারাদিন রোদে পোড়ে বৃষ্টিতে ভিজে, জমিতে লাঙ্গল চষে,
পুরো পরিবারের খোরাকি উৎপাদনের অধিকার !

এ অধিকার ,
আমার বোনের মাটির ব্যাংকে পরম মমতায় গুঁজে রেখে
তিল তিল করে জমানো প্রতিটি চকচকে পয়সার অধিকার !

এ অধিকার ,
আমার সারা অঙ্গে লেপ্টে থাকা সুবাসিত,
অগনিত ধূলিকণা ও কাদামাটির অধিকার !

আমার এ অধিকার চাওয়ার বিনিময়ে,
আঘাতে আঘাতে আমি ক্ষতবিক্ষত হলাম !
সেই সাথে ক্ষতবিক্ষত হলো ,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটি !

কালের সাক্ষী হয়ে রইলো যে কলংকিত ইতিহাস ,
তা তোমাদের কখনো ক্ষমা করবেনা !
কক্ষনো না !!
কক্ষনো না !!!

Facebook Comments