banner

সোমবার, ০৬ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 658 বার পঠিত

 

ঘরের জন্য পর্দা নির্বাচন করি

ঘরের জন্য পর্দা নির্বাচন করি


ঘরকন্যা


ঘরের পর্দার ধরন, রঙ, ডিজাইন নির্বাচন করা ঘরের দেয়ালের রং, ঘরের সাইজের উপর নির্ভর করে।

পর্দা নির্বাচনে অবহেলার কারনে আপনার অনেক সুন্দর সাজানো ঘরটি তেমন সুন্দর নাও লাগতে পারে। তাই একটু সময় করে, বুদ্ধি খাটিয়ে মানানসই পর্দা নির্বাচন করা দরকার।

পর্দা নির্বাচনে যা খেয়াল রাখবো,

১. ধুতে সুবিধা হয় এমন পর্দা নির্বাচন করা।

২. বয়সভেদে পর্দার রং ভিন্ন হবে।

৩. বেশি কুচি থাকলে পর্দা দেখতে ভালো লাগে।

৪. হালকা রঙের দেয়ালে গাড় রঙের পর্দা বেশি মানায় আর গাড় রঙের দেয়ালের ক্ষেত্রে হালকা রঙের পর্দা মানানসই।

৫. ঘরে শান্ত ও নিরিবিলি পরিবেশ বজায় রাখতে হালকা রঙের পর্দা বাছাই করুন।

৬. হালকা পর্দা ছোট ঘরকে বড় দেখায়।

৭. লম্বা পর্দা এবং একটু খাটো পর্দা কেনার সময় ঘরের সাইজ মনে রাখবেন।

৮. ছোট ঘর হলে লম্বা লম্বি প্রিন্টের পর্দা ব্যবহার করতে পারেন এতে ঘর বড় লাগবে।

৯. শীতকালের জন্য একটু মোটা কাপড়ের পর্দা নির্বাচন করুন।

১০. গ্রীষ্মকালের পর্দা সুতি হলে ভালো হয়।

১১. বসার ঘরের জন্য গাড় রঙের বাহারি ডিজাইনের পর্দা ব্যবহার করুন।

কিছু কৌশল অবলম্বন করলে আপনিও হতে পারেন পর্দা বাছাইয়ের ব্যাপারে পারদর্শী। আপনার একটু বুদ্ধিমত্তায় ‘সঠিক পর্দা নির্বাচন’ আপনার ঘরের সৌন্দর্য বহু গুন বাড়িয়ে তুলবে।

Facebook Comments