banner

বুধবার, ০৭ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 6, 2025

ঘুম ভাঙা প্রশ্ন

..... …..

মাঝেমাঝে সময় আসে,
যখন খুব প্রশ্ন করতে ইচ্ছে করে।
অন্যকে নয়,নিজেকেই।
কিন্তু অনেক উত্তরের প্রচণ্ড উপস্থিতির কথা চিন্তা করে
প্রশ্নের ঘুম ভাঙাতে ইচ্ছে করে না।
ঘুম ভাঙা প্রশ্নগুলো বড্ড বদমেজাজি হয়,
উত্তরের তোয়াক্কা করে না।
নিজের অস্তিত্বের অহংকার টিকিয়ে রাখতে
উত্তরের টুঁটি চেপে ধরে।
অনেক উত্তরের প্রচ্ছন্ন উপস্থিতির মাঝে
নিজের রহস্যময়তার জাল বুনে যায়।
উত্তরসমুহের পিতৃত্ব স্বীকার করে না এমন প্রশ্নগুলো,
ক্রমাগত ভীড় করে রূপোপজীবি অবচেতন মনে।
অতঃপর সচেতন মনে জন্মের দোষ বয়ে বেড়ায়
জন্মেই পরিচয়হীন একগুচ্ছ ভিন্ন ভিন্ন উত্তর।

স্বপ্ন স্বপ্ন

Ivanhoe Mukit

ঘূর্ণিপাক মেঘ

ঘোলা মেঘের জল
এমন কার হৃদয় আছে বল
কার এমন মন খারাপ
মন হাসে,
কে বলেছে ঠিক হয়ে যাক সব
কবে কে দাড়িয়ে শুনতে চায়,
পথের ঐ হাক ডাক….
কিসের টানে সহজ হবে সব
কিসের টানে আসবে ছুটে।
মাঝ দরিয়া ক্লান্ত মাঝি
শোন,
মিথ্যা আশায় বসবে আর না কেউ
স্বপ্নের ঘোর…
ঠিক ঠিক কাটবে একদিন।
কি কারণে হারিয়ে গেলাম,
খোঁজ রাখে কে,
কবে কে কার বল।
সেদিনের বিকেলের ছায়ায়
কোন পাতাদের খোঁজে
কোন বাগিচার মায়ায়
অজস্র পাখি হারিয়ে যায় রোজ।
ধূর…
মেঘ করেছে,
বিষাদ মাখা আকাশ
হতাশারা সব পায়ের নিচে ঘুমায়।
ধর,
কড়া রোদে মেজাজ বড্ড বাজে
কই কেউ ত বুঝে নাই,
কেউ বুঝে নাই কখন রাত্রী জাগে।
অবুঝ পৃথিবী,
ডুব কারে কয় শোন….
কে শোনে কার কথা,
থাক না এসব,
হাজার গল্পে হোক,
এবার জীবন নিখোঁজ।