banner

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 513 বার পঠিত

 

ফের ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জি: জরিপ

নতুন এক জনমত জরিপে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তবে এবার তাৎপর্যপূর্ণ উন্নতি করবে রাজ্যের বামেরা।

ইন্ডিয়া টিভি-সিভোটার পরিচালিত জরিপে এই তথ্য পাওয়া গেছে।

টিভি-সিভোটার জরিপে জনানা যায়, তৃণমূল কংগ্রেস এবার ৪০ ভাগ ভোট পেতে পারে। বামপন্থী সিপিএম ৩১ ভাগ ভোট পেতে পারে।

কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ রাজ্যে ভালো ফল করার জন্য মরিয়া হয়ে প্রচারণা চালালে তারা মাত্র ৪টি আসন তথা ১১ ভাগ ভোট পেতে পারে বলে জরিপে বলা হয়েছে।

জরিপে বলা হয়েছে, ২৯৪ আসনের বিধান সভায় তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬০টির মত আসন। সিপিএম পেতে পারে ১০৬টি আর কংগ্রেস পেতে পারে ২১টি আসন।

তবে ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতগুলো আসন পেয়েছিল এবার তার চেয়ে ২৪টি আসন কম পেতে পারে।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফার প্রথম পর্বের নির্বাচন। এই পর্বে ভোট হবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ১৮ আসনে। প্রায় এক মাস ধরে চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট শেষ আগামী ৫ মে। গণনা ১৯ মে।

Facebook Comments