banner

রবিবার, ১৯ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 317 বার পঠিত

 

নাটোরে গৃহবধূ এসিড দগ্ধ

 নারী সংবাদ

নাটোর সদর উপজেলার হালসা এলাকায় রাশিদা বেগম নামে এক গৃহবধূকে এসিডে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। হালসা ইউনিয়নের আরোইল এলাকায় তিনি এ ঘটনার শিকার হন। মুমূর্ষু অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসক ও গৃহবধূর স্বজনেরা জানান, গত শনিবার রাত ১১টায় সদর উপজেলার হালসা ইউনিয়নের আরোইল গ্রামের হাসেন আলীর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় এসিড জাতীয় ধাতব পদার্থ গৃহবধূকে ছুড়ে মারা হয়। ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। এতে গৃহবধূর বাম হাত এবং পিঠের পুরো অংশ পুড়ে যায়।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তারা অবগত নন। কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সুত্র: নয়াদিগন্ত।

Facebook Comments