banner

সোমবার, ০৬ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 793 বার পঠিত

 

ত্বকের যত্নে নানান রস

ঘরকন্যা


শসার রস

শসার রস যে কোন অঙ্গের দাগ দূর করার জন্য দারুণ উপকারী। এতে ত্বকের ক্ষতির কোন সম্ভাবনাই থাকে না। শসার রসলাগিয়ে রাখুন ২০/২৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পাবেন।

আলুর রস

আলুর রস লাগানো একটু ঝামেলার হলেই এটি উপকারী শসার রসের চাইতেও বেশী। ত্বকে আলুর রস লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটাও ত্বকের কোন ক্ষতি করে না।

লেবুর রস

লেবুর রস হচ্ছে প্রাকৃতিক রূপচর্চা র সবচেয়ে সহজলভ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু সরাসরি অঙ্গে বা ত্বকে ব্যবহার না করাই উচিত, ত্বকে হতে পারে জ্বলুনি ও র্যাশ। লেবুর রসের সাথে শসার রস ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর একে লাগান যেতে পারে। লেবুর ও হলুদ দাগছোপ দূর করবে আর শসা রক্ষা করবে ত্বককে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার সময় সাবান দেবেন না।

Facebook Comments