banner

সোমবার, ০৬ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 865 বার পঠিত

 

পরিষ্কার_পরিচ্ছন্ন রান্নাঘর

ঘরকন্যা


রান্নাঘর ভালো থাকলেই পরিবারের সবার সুস্বাস্থ্যও বজায় থাকবে। রান্নাঘরই হচ্ছে বাসা-বাড়ির সেই স্থান, যা সবেচেয়ে বেশি নোংরা হয়। কিছু সহজ টিপস, আপনার রান্নাঘর পরিষ্কার রাখার জন্য।

সাবান ও গরম পানি

থালাবাসন এবং রান্নাঘরের দেয়াল এর তেল-চর্বি পরিষ্কার করতে সাবানের সাথে গরম পানি। ফলে চর্বি ভাব দূর হবে।

কাগজে কাটাকাটি
পুরনো খবরের কাগজ বিছিয়ে নিয়ে কাটাকাটির কাজ করুণ। রান্নাঘরের মেঝেতে কাটাকাটির কাজ করবেন না।

পোকা মারা স্প্রে
ময়লার ঝুরিও নোংরা হবে কম। আর রোজ ময়লার ঝুরির আশেপাশে একটু পোকা মারার স্প্রে ছিটিয়ে দিন। এতে ময়লার ঝুড়িতে পিঁপড়াও ধরবে না।

টিস্যুর ব্যবহার
প্রত্যেকবার চুলার কাজ শেষ হলে চুলাটি একটি কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন।
রান্নাঘর অনেকটাই কম ময়লা হবে।

এয়ার ফ্রেশনার অবশ্যই
রান্নাঘরে ব্যবহারের জন্য পছন্দের ফ্লেভারের এয়ার ফ্রেশনার অবশ্যই কিনে নেবেন। এর মাধ্যমেও গন্ধের হাত থেকে মুক্তি পেতে পারেন।

লবণ ও গরম পানি
রান্না করার সময় চুলার ওপর চা,তরকারির ঝোল ছলকে পরে এবং শুকিয়ে শক্ত হয়ে যায়। এক চামচ লবন আর গরম পানি দিয়ে ভাল করে ঘষে নিলে তা সহজেই পরিষ্কার হয়ে যাবে।

পানিতে ভিজিয়ে রাখুন
পেঁয়াজ বা রসুন ইত্যাদি যেসব খাবারের খোসা বাতাসে ওড়ে, সেগুলো কাটার আগে পানিয়ে ভিজিয়ে রাখুন। খোসা উড়ে ঘর নোংরা হবে না।

রান্নাঘরে সম্ভবপর কম জিনিস রাখা গেলে স্বাচ্ছন্দ্য ও সুন্দর থাকবে। নোংরাও হবে কম।

Facebook Comments