banner

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 1284 বার পঠিত

 

জন্মই যখন মানুষ না নারী হয়ে

তানজিনা সুলতানা


“শুনেছি মা-বাবার চতুর্থ কন্যা সন্তান হিসেবে জন্ম নেওয়ার পর আমার মা এক সপ্তাহ আমার মুখের দিকে তাকাননি”। আমার এক বান্ধবী বলেছিলো।

হসপিটালে দেখেছিলাম, এক ভদ্রলোকের নাতনী হয়েছে শুনার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন।
নিজের ছায়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেওয়া ছাড়া আর কিছুই করার ছিলো না আমার!!

এক আপুর কন্যাসন্তান হওয়ার পর দ্বিতীয়বার যখন পুত্র সন্তান হয় তাকে জিজ্ঞেস করেছিলাম, “কেমন আছেন আপু??”

জবাবে বলেছিলেন, “ভালো আছি রে, এইবার যদি আবারও মেয়ে হতো তাহলে আমার জামাই আমাকে ঘর থেকে বের করে দিত”

এক মা তার ছেলে সন্তান হওয়ার পর পাশের এক মহিলাকে বলছিলেন, “ভাবী আমার যদি এইবারও মেয়ে হতো আমি স্ট্রোক করে মরে যেতাম!!”

খুব কাছের একজন মানুষ তার ভাইয়ের ছেলে হওয়ার খবর শুনে কান্না করছিলো। কারণ জানতে চাইলে তিনি বলেছিলন, “খুশির কান্না.. আজ যদি আমার ভাইয়ের মেয়ে হতো আমার রুহ থাকতো না”। তাকে বলেছিলাম, “তাহলে তো আমার জন্মের খবর শুনার পর তোমার রুহ ছিলো না”।

“ছিলো না”
এইতো জীবন!!!

আমার পাশের ছেলেটি যখন স্কুলে যায় তখন পরিবার, সমাজ তাকে নিয়ে স্বপ্ন দেখে, ছেলেটি অনেক বড় হবে। আমি যখন স্কুলে যাই তখন সবাই বলাবলি করে, কোনমতে মেট্রিকটা পাশ করাতে পারলেই হয়।

আমার পাশের ছেলেটি যখন উচ্চতর ডিগ্রী নিতে যায় তখন সমাজ বলে, মেধাবী ছেলে। আমি যখন উচ্চতর ডিগ্রী নিতে যাই সমাজ বলে, “উপযুক্ত ছেলে পাবে তো??”

আমার পাশের ছেলেটি রোজগার করে এনে যখন মা-বাবাকে দেয় তখন সমাজ বলে, “ছেলেটি তোমার বড় ভালো”। আমি যখন রোজগার করে এনে মা-বাবাকে দিই সমাজ বলে, “মেয়ের কামায় খাওয়ার জন্য তো মেয়েকে বিয়ে দিচ্ছো না”

“আহারে জীবন…
আহা জীবন…
জলে ভাসা পদ্ম জীবন!!!”

দিনশেষে আমার বস্তাবন্দি লাশটা পাওয়া যায় রেলস্টেশনের পাশে…ক্ষত-বিক্ষত অবস্থায় আমার লাশ পড়ে থাকে ঝোঁপে-ঝাঁড়ে…। আমার ঘাড় মটকানো লাশটা খুঁজে পাওয়া যায় বাসের ভিতরে!!

মাঝে মাঝে মনে হয়, ছেলে হয়ে জন্ম নেওয়াটা সৌভাগ্যের!!!

তানজিনা সুলতানা
অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট
জজ কোর্ট, চট্টগ্রাম।

Facebook Comments