banner

বুধবার, ১৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 2336 বার পঠিত

 

আসছে বসন্তে ভালোবাসার রঙে সেজেছে ফ্যাশন হাউস গুলো

শুরু হয়েগিয়েছে ফেব্রুয়ারী ভাষার মাস,সেই সাথে উৎসবের মাসও বটে। বাংলা মাসের ক্যালেন্ডার থেকে শীতের বিদায় ঘন্টা বেজে চলছে,শুরু হচ্ছে প্রকৃতিতে নতুন উৎসবের আমেজ। পহেলা ফাল্গুন এবং সেই সাথে ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবারের ন্যায় এবারো আমাদের দেশীয় ফ্যাশন হাউস গুলো তৈরী করছে উৎসবীয় রঙের নানান ডিজাইনের পোষাক। ফাল্গুনের বাসন্তি উৎসব এবং ভালোবাসা দিবসের বর্ণিল আয়োজন কে ঘিরে কোন কোন ফ্যাশন হাউস কি কি ধরনের পোষাক তৈরী করছে তা নিয়ে অপরাজিতাবিডির এবারের আয়োজনে লিখেছেন স্বপ্নকথা…

অঞ্জন’স
বসন্তকেন্দ্রিক উচ্ছ্বাস এদেশের মানুষের এখন স্বভাবজাত।  ১ ফাল্গুন আর ভ্যালেন্টাইন দিবসও যুগপত্ভাবে আনন্দের খোরাক যোগায় তারুণ্যে। তাই বিশেষ মুহূর্তকে বর্ণিল পোশাকে রাঙাতে অঞ্জন’স এনেছে ডিজাইন বৈচিত্র্যের নতুন প্রোডাক্ট লাইন। কটন, লিলেন, খাদি, ভয়েল, তাঁত কটন কাপড়ে প্রাধান্য দেওয়া হয়েছে বাসন্তি, হলুদ, কমলা রঙের।
10423751_779981235382603_5322024239019559600_n 10947342_779981328715927_5005045256348830490_n
উত্সবের রঙে রাঙাতে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া এবং পাঞ্জাবির নয়া সব কালেকশন থাকছে এবার। বাড়ির ছোট্ট সদস্যের জন্যও রং এবং ডিজাইন ভিন্নতায় বসন্তের পোশাক এনেছে অঞ্জন’স। এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্টসহ এসব পোশাকের ক্যানভাসে ফুটে উঠেছে সার্বজনীন উত্সবের আবহ। এ ছাড়াও প্রিয়জনকে অন্যান্য উপহার বা লাইফস্টাইল প্রোডাক্ট দিতে যেতে পারেন অঞ্জন’সের আউটলেটে।
ভালোবাসা দিবসে এড্রয়েট

ভ্যালেন্টাইনস ডে মানেই শুভেচ্ছা ও ভাববিনিময়ের দিন। এই দিনে ভালোবাসার মানুষটির সামনে নিজেকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় এ নিয়ে অনেকেই পড়েন দ্বিধা-দ্বন্দ্বে। কাপলদের সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য এড্রয়েট তৈরি করেছে নতুন ডিজাইনের পোশাক। এড্রয়েটের সব শোরুম থেকে একই দামে পোশাকগুলো ক্রয় করতে পারবেন।

ফ্যাশন হাউস রঙ 

ঋতুভিত্তিক পোশাক আয়োজনে ফ্যাশন হাউস রঙ রয়েছে এগিয়ে। তাই রঙ এর নতুন আয়োজনে বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস কে সামনে রেখে  পোশাকে এসেছে লাল,বাসন্তী ও হলুদ রঙের ছোঁয়া। তবে নতুন পাতার রং সবুজও এসেছে পোশাকের নকশায়। লাল-কমলা রঙও বাদ যায়নি। শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া সবকিছুতেই যেন বসন্তের ফুলে ফুলে ভরে ওঠা প্রকৃতি। প্রকৃতির বিভিন্ন মোটিফ ব্যাবহারে প্রতিটি নকশায় বসন্তের প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুতি কাপড়ে কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনোট, টাই-ডাই, ব্লক-স্প্রে, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, বাটিক, ভেজিটেবল রং, কারচুপি, হাত ও মেশিন এমব্রয়ডারি, এবং চুমকির কাজ।

image_742_106978 shada

রঙ এর এই বসন্ত আয়োজন পাওয়া যাবে আজগর স্কয়ার-সিলেট, দেশীদশ-আফমি প্লাজা-চট্টগ্রাম, বেইলী ফিয়েস্তা (৩য় তলা)-বেইলী রোড, দেশীদশ-বসুন্ধরা সিটি শপিং মল-পান্থপথ-ঢাকা, অরচার্ড পয়েন্ট-ধানমন্ডি, এডাপ্ট আমির কমপ্লেক্স-বারিধারা, রাইফেলস্‌ স্কয়ার-ধানমন্ডি, সানরাইজ প্লাজা-লালমাটিয়া, টুইন টাওয়ারস্‌ কনকর্ড শপিং কমপ্লেক্স-শান্তিনগর, সান্তনা মার্কেট- নারায়নগঞ্জ।

কে ক্র্যাফট  

শীত শেষ না হতেই প্রকৃতিতে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের শীর্ষ ফ্যাশন হাউজগুলো আয়োজন করেছে বসন্তের নানা সম্ভার। বসন্ত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারো ফ্যাশন হাউজ কে ক্র্যাফট তাদের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবীর কালেকশনে নিয়ে এসেছে বৈচিত্র।

10009795_10152628366436629_3042888343327226070_n

বাসন্তী, হলুদ আর সবুজের সংমিশ্রণে তাদের শাড়িগুলো সত্যিই আকর্ষনীয়। কটনের ওপর প্রিন্টের শাড়িগুলো পাওয়া যাবে ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। আর স্কিন প্রিন্ট ও এমব্রয়ডারির হাফ সিল্ক শাড়িগুলো পাওয়া যাবে ৩৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে।হলুদের ওপর কারুকাজ করা কটনের সালোয়ার কামিজগুলো পাওয়া যাবে ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। এমব্রয়ডারি ও স্কিন প্রিন্টের কটন সালোয়ার কামিজ পাওয়া যাবে ৩০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে।ছেলেদের কটন লং পাঞ্জাবী ১২০০ থেকে ১৫০০ এবং এন্ডি লং পাঞ্জাবী ২০০০ থেকে ২৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

ভালোবাসা দিবসের কাপ ফটোস্যুট আয়োজন

ওয়েডিং ডায়েরি
ওয়েডিং ডায়েরি দিচ্ছে যুগলদের জন্য ২০০০ ও ৫০০০ টাকায় ছবি তোলার সুযোগ। এ ছাড়া বিয়ের ছবি তোলাতেও ছাড় পেতে পারেন। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সুযোগ থাকবে।  ফেসবুক: www.weddingdiary.com.bd

1604462_878729232169023_4840056457633706755_n 10940472_809401049117089_2985714350548484258_n

 ওয়েডিং চ্যাপেল
যুগলদের জন্য ছবি তোলানোর সুবিধা দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। ঢাকার যেকোনো স্থানে ছবি তোলা যাবে। ফেব্রুয়ারি মাসজুড়ে এ সুযোগ থাকবে। ফেসবুক:www.facebook.com/Weddingchapelbd

 

Facebook Comments