banner

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 1546 বার পঠিত

 

‘সুখী দাম্পত্যজীবন’ কিছু টিপস

দাম্পত্য


ভালোবাসা
একে অপরকে জানিয়ে দিন যে আপনারা পরস্পরকে ভালোবাসেন। দিনে অন্তত একবার আপনার জীবনসঙ্গী/জীবন সঙ্গিনীর প্রশংসা করুন কিংবা তাকে ভালোবেসে দয়ামাখা গলায় কথা বলুন।

বুঝে রাগ করুন 
একই সময়ে দু’জন একসাথে রেগে যাবেন না। কোন তর্ক জিইয়ে রেখে ঘুমাতে যাবেন না, সমাধান করে নিন আগেই। মনে রাখবেন, ঝগড়া করতে দুই জনের প্রয়োজন হয়।

সমালোচনা
সমালোচনা যদি করতেই হয়, ভালোবাসা দিয়ে বলুন। আপনি যখন কোন ভুল করে ফেলবেন, তা স্বীকার করে নিন।

অতীত স্মৃতি
পুরোনো ভুলগুলোকে তুলে আনবেন না।
একে অপরকে উপেক্ষা করার পরিবর্তে বরং গোটা দুনিয়াকে আগে উপেক্ষা করুন।

নামাজ পড়ুন
দিনে কমপক্ষে একবার একসাথে সালাত আদায় করুন।

মন দিয়ে শুনন
আপনার জীবনসঙ্গী যখন কিছু বলে, তা মন দিয়ে শুনুন। মনে রাখবেন, আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী কিন্তু একটা ক্রিকেট বা ফুটবল ম্যাচ, মুভি, সিরিয়াল, ইউটিউব ভিডিওর চেয়ে বেশি মূল্যবান।

খেয়াল করুন
আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে যখন নতুন কোন পোশাক পরে তথবা তার চুল ভিন্নভাবে আঁচড়ায় তখন খেয়াল করুন। আপনাদের বিবাহবার্ষিকী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলোকে স্মরণ রাখতে চেষ্টা করুন।

ধন্যবাদ দিন
আপনাদের পক্ষ থেকে আপনার সঙ্গী কাউকে কোন উপহার দিলে বা কোন কাজ করে দিলে আপনার পক্ষ থেকে তাকে ধন্যবাদ দিন।

লক্ষ্য করুন
আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে যদি ক্লান্ত-পরিশ্রান্ত দেখায় তবে তা লক্ষ্য করুন এবং তার জন্য কিছু করুন।

আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীকে কখনো সমালোচনা করে আহত করবেন না এবং জনসমক্ষে কখনো তাকে অপমান করবেন না৷ বৈবাহিক বন্ধনকে বেঁধে রাখুন অটুট। সুত্রঃ সংগ্রহ এবং সংকলিত।

Facebook Comments