banner

রবিবার, ০৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 294 বার পঠিত

 

শুকনোপাতার কাব্য-১৩

শুকনোপাতার কাব্য-১৩


শুকনো পাতা


সকাল গড়ায়,দুপুর গড়ায়
বিকেল কাছাকাছি,
সাঁঝের আঁধার ঢাকবে কখন
সেই প্রতিক্ষায় আছি।

সন্ধ্যে নামার খানিক বাদে
আকাশ দেখার ফাঁকে,
বেলা ফুরোনোর গল্প বলি
নীড়ে ফেরা পাখিটাকে।

বিকেল গড়ায় সাঁঝের পানে
রাত্রি আসে ফিরি,
দিন দুয়ারে দাঁড়িয়ে তবু
দিনের হিসেব গুনি।

অল্প সময় অল্প ক্ষনেই
দিন গড়িয়ে রাত,
মন খারাপের গল্পে তবু
আসে না প্রভাত।

হাসি আছে কান্না আছে
আছে ভাঙ্গার কষ্ট
হারিয়ে স্বপ্ন,দিন কেটে যায়
তবু থাকে মন তুষ্ট।

মন খারাপের গল্প লিখি
লিখি দুঃখের কাব্য,
মন খারাপেই হাসতে থাকি
লুকিয়ে নিজের যুদ্ধ!

ফুরোবে গল্প,ফুরোবে পদ্য
প্রতিক্ষায় দিন পাড়,
মন খারাপের গল্প তবু
শেষ হয় না আর…!

Facebook Comments