banner

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 794 বার পঠিত

 

দূরে বহুদূরে হেরার রাজতোরণ

ফাতিমা শাহীন


কবি ফররুখ আহমেদ এর কবিতার সাথে আমাদের পরিচয় শৈশব থেকেই। দেশের শিশু কিশোর পাঠ্যক্রমে আগে সেসব বিষয়ই নির্বাচিত করা হত যেসব রচনায় থাকত নিষ্পাপ কচিপ্রাণ শিশু কিশোরদের মন ও মননকে বিকশিত করার সমৃদ্ধ উপাদান। ছোট্ট বেলা থেকেই যেন মনুষ্যত্বের পূর্ণ রূপটি শিশুদের নিষ্পাপ অন্তরে স্থায়ী আসন গড়ে নিতে পারে , শিক্ষা কার্যক্রমে থাকত সেই প্রচেষ্টা। এরই অংশ হিসেবে আমরা পড়েছি কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য সম্ভার , কবি গোলাম মোস্তফার অসাধারণ বিনির্মানগুলো , কবি ফররুখ আহমেদের উদ্দীপনাময় কাব্যসৃষ্টি সমূহ। এভাবে পড়তে পড়তে কবে থেকেই যেন ফররুখ আহমেদের পাঞ্জেরীর সাথে আমি হয়ে গেছি একাত্ম , অভিন্ন হৃদয় :

“রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী ,

এখনো তোমার আসমান ভরা মেঘে

সেতারা , হেলাল এখনো ওঠেনি জেগে ?

তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে

অসীম কুয়াশা জাগে শুন্যতা ঘেরি। ”

তাইতো , ফররুখ আহমেদ আমার প্রানের কবি , আত্ম জাগরণের কবি , প্রিয় কবি !

ফররুখ আহমেদ বাংলা সাহিত্যের এক কালজয়ী প্রতিভার নাম। তিনি মুসলিম রেনেসাঁর কবি নামেই বেশি পরিচিত। বাংলা সাহিত্যের যে ক’জন স্বপ্নমুগ্ধ কবি ইসলামী মূল্যবোধ ও ভাবধারার মধ্যে থেকে পাঠকের চোখে ও অন্তরে তাদের স্বপ্ন ও মুগ্ধতাকে সমানভাবে ছড়িয়ে দিয়ে পারঙ্গম হয়েছিলেন , নি:সন্দেহে কবি ফররুখ আহমেদ তাঁদের মধ্যে একজন। ঘুনে ধরা , পাপ দগ্ধ এক সমাজের অন্ধকারের পর্দা সরিয়ে সুবেহ সাদিকের পবিত্র আভায় উদ্ভাসিত এক ভোরের পরম আকাঙ্খী ছিলেন তিনি , যা প্রকাশ পেয়েছে তাঁর ‘ সাত সাগরের মাঝি ‘ কবিতার বহু ছত্রে :

” কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হ’ল জানিনা তা’

নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা

দুয়ারে তোমার সাত সাগরে জোয়ার এনেছে ফেনা ,

তবু জাগলেনা ? তবু তুমি জাগলেনা ? ”

যে সুন্দরতম আদর্শকে আশ্রয় করে মানবতা হয়ে ওঠে মহীয়ান , গরীয়ান … তাকে তিনি বাঙ্ময় কাব্যজ্যোতির প্রদীপ্ততায় উদ্ভাসিত করে ফুঁটিয়ে তুলেছেন তাঁর ‘ সিরাজুম মুনীরা ‘ কবিতা নিজস্ব মহিমায় :

” কে আসে , কে আসে সাড়া পড়ে যায়

কে আসে , কে আসে নতুন সাড়া !

জাগে সুষুপ্ত মৃত জনপদ , জাগে শতাব্দী ঘুমের পাড়া।

হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত ,

জানি সিরাজাম-মুনীর তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত ,

তব বিদ্যুত্কনা – স্ফুলিঙ্গে লুকানো রয়েছে লক্ষ দিন

তোমার আলোয় জাগে সিদ্দিক , জিন্নুরাইন , আলী নবীন। ”

তাঁর অসাধারণ রচনাসমূহের মধ্যে একটি তাত্পর্যপূর্ণ অংশ জুড়ে রয়েছে দিগন্ত ছোঁয়া নীল সমুদ্র , উত্তাল উর্মীমালার বিক্ষুব্ধ সন্তরণ। এর মাধ্যমে তিনি কবিতার ছত্রে ছত্রে ফুঁটিয়ে তুলতে চেয়েছেন সৃষ্টি লগ্ন থেকে মানুষের প্রাত্যহিক জীবনাচারে নিরন্তন সংগ্রাম ও আন্দোলনকেই :

” এ ঘুমে তোমার মাঝি মাল্লার ধৈর্য্য নেইকো আর

সাত সমুদ্র নীল আক্রোশে তোলে বিষ ফেনভার ,

এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধ’রে

বেসাতী তোমার পূর্ণ করে কে মারজানে মর্মরে ? ”

আজ এ যুগে , এ ক্ষয়রোগে ধরা মুমূর্ষ সমাজে , যেখানে পাপ পঙ্কিলতা ও অশুভ আচার নির্বিবাদে বাড়িয়ে চলেছে তাদের অশুভ কালো বাহু , যেখানে অনৈতিকতার বিষবাষ্প সমাজকে পতনের শেষ সীমায় ঠেলে নিয়ে যাচ্ছে একটু একটু করে , সেখানে আজ ফররুখ আহমেদের মত ভোরের নকীবদের আজ বড় প্রয়োজন! যিনি ঝঞ্ঝাবিক্ষুব্ধ সমুদ্রের অশান্ত তরঙ্গমালা সামাল দিয়ে সাত সাগরের মাঝিদেরকে হেরার রাজ তোরণের দিক নির্দেশনা দিতে পারেন , পাঞ্জেরীকে দিতে পারেন ধ্রুব তারার খোঁজ , এমন কবি ও লেখকদেরকেই এ সমাজে আজ বড় বেশি দরকার।

আর তাই , কবিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে খ্যাতিমান কবি জাহানারা আরজু লিখেছিলেন ,

” এক মঞ্জিল , এক নিশানা হেরার রাজতোরণ

জীবন বোররাখ ছুটে চলেছে ঊর্ধ্বে গতিময়

তৌহিদের বাণী বয়ে , বুকে যার অসীম বিস্ময় ,

কলমের পুষ্পিত পরাগে জাগে অনন্য ভুবন ! ”

প্রানপ্রিয় এ কবির জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীন এর দরবারে মাগফিরাত কামনা করি।

Facebook Comments