banner

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 1029 বার পঠিত

 

শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের চকরিয়ায় শিশুকে ধর্ষণ মামলার এক আসামি র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

শনিবার রাত ১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব জানায়।

নিহতের নাম আব্দুর রহিম (২০)। তিনি উলুবনিয়া এলাকারই বাসিন্দা। পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার দিন আগে তার বিরূদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছিল।

র্যাব জানায়, রহিমের অবস্থান জানতে পেরে র্যাব অভিযানে যায়। সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়ে। আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালান। কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে পাঁচ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ওই সময় তার বাবা-মা বাড়ি ছিলেন না।

ওই ঘটনায় শিশুটির বাবা গত ২৮ মার্চ তাদের প্রতিবেশী যুবক আব্দুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।

রহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুত্র: নয়াদিগন্ত।শু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের চকরিয়ায় শিশুকে ধর্ষণ মামলার এক আসামি র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

শনিবার রাত ১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব জানায়।

নিহতের নাম আব্দুর রহিম (২০)। তিনি উলুবনিয়া এলাকারই বাসিন্দা। পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার দিন আগে তার বিরূদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছিল।

র্যাব জানায়, রহিমের অবস্থান জানতে পেরে র্যাব অভিযানে যায়। সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়ে। আত্মরক্ষার জন্য র্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালান। কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে পাঁচ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ওই সময় তার বাবা-মা বাড়ি ছিলেন না।

ওই ঘটনায় শিশুটির বাবা গত ২৮ মার্চ তাদের প্রতিবেশী যুবক আব্দুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।

রহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুত্র:নয়াদিগন্ত।

Facebook Comments