banner

রবিবার, ০৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 942 বার পঠিত

 

লিটল হজ্জ্ব

তাহেরা সুলতানা


লিটল হজ্জ্ব! হয়তো ভাবছেন, বাচ্চাদের আবার কিসের হজ্জ্ব! কিন্তু শেখাতে তো সমস্যা নেই! এখন তো হজ্জ্বের মৌসুম চলছে! ইসলামের পাঁচটি স্তম্ভের মতো হজ্জ্বও একটি গুরুত্বপূর্ন স্তম্ভ।
আর একটি বিষয় নিশ্চয় আমরা জানি যে, হজ্জ্ব পালনের সাথে সামর্থ্যের সম্পর্ক, বয়সের না। বাবা-মা হজ্জ্ব করার জন্য সামর্থ্যবান হলে সন্তানদেরও সাথে নিয়ে হজ্জ্বে যেতে পারবেন। কিন্তু আমরা বড়রা হয়তো স্বল্প সময়ে হজ্জ্বের নিয়মকানুন শিখে সঠিকভাবে হজ্জ্ব পালন করতে পারলেও কখনো কি ভেবে দেখেছি যে, বাচ্চারা এই অল্প সময়ের মধ্যে কিভাবে হজ্জ্বের কঠিন কঠিন ধাপগুলো শিখবে?
আর সেই বাচ্চা যদি একবারও ওমরা করতে না যায়, তাহলে তো আরও কঠিন হয়ে যায়, তাই না?
যদি এমন হয়, প্রি-স্কুল থেকেই বাচ্চাদের ইসলামের বাকি স্তম্ভগুলো শিখানোর পাশাপাশি হজ্জ্বের উপর ব্যবহারিক ক্লাস নেয়া হয়, তাহলে কেমন হয়!
মালয়েশিয়ার একটি নামকরা ইসলামিক প্রি-স্কুল সেটাই সম্পন্ন করে দেখিয়েছে! আলহামদুলিল্লাহ! স্কুলটির নাম ‘Little Caliphs Creative’।
গত ১২ই জুলাই একটি স্থানীয় মসজিদ প্রাংগনে (পুত্রজায়া মসজিদ) সারাদিনব্যাপী হজ্জ্বের উপর ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা করা হয়!
প্রতিষ্ঠানটির ৩০০ ব্রাঞ্চ থেকে ৬ বছর বয়সী প্রায় ৯০০০ বাচ্চাকে নিয়ে ‘লিটল হজ্জ্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাচ্চাদের অংশগ্রহণের মাধ্যমে হজ্জ্বের প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে শেখানো হয়!
এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে ‘লিটল হজ্জ্ব’ প্রোগ্রামের জন্য মালয়েশিয়ার রেকর্ড বুকে উক্ত স্কুলের নাম উঠে আসে, যা অত্যন্ত সম্মানের! এছাড়া প্রতিষ্ঠানটি এবার শ্রেষ্ঠ প্রি-স্কুল হিসাবে গোল্ড মেডেলও পায়। মজার বিষয় হচ্ছে, এই স্কুলটি একটি আধাসরকারী প্রতিষ্ঠান এবং এটি এখানকার সবচেয়ে কম খরচের স্কুলগুলোর মধ্যে একটি। আমি কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করছি। ছবি আর ভিডিও দেখলেই অনেক কিছু জানতে পারবেন। আমরা চাইলেই আমাদের দেশে অল্প খরচে এরকম প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি। আমাদের দেশে সম্পদশালী এমন অনেকেই আছেন, যারা সবসময় ভালো কিছু করার চিন্তায় মগ্ন থাকেন। চাইলে স্কুলগুলোতেও সেরকমভাবে ক্লাস নেয়ার ব্যবস্থা করতে পারেন, হোক সেটা স্বল্পপরিসরে!আবার অনেকে মালয়েশিয়াতেও স্থায়ীভাবে বসবাসের সামর্থ্য রাখেন, যাতে বাচ্চাকে সুন্দর একটি শিক্ষার পরিবেশ দিতে চান। আমাদের ভুললে চলবে না যে, একটি বাচ্চাই কিন্তু একটি দেশের ভবিষ্যৎ, একটি জাতির কর্নধার!

ছবি কর্ণার:

অংশগ্রহণকারী লিটল হাজ্জ্বী
তাওয়াফ করা
সাফা-মারওয়া সাঈ
জমজম কূপের পানি পান
মিনায় অবস্থানস্থল
শয়তানকে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে পাথর সংগ্রহ
শয়তানকে পাথর নিক্ষেপ করা

Facebook Comments