banner

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 118 বার পঠিত

 

মেয়েই হচ্ছেন কিম জং উনের উত্তরসূরি

মেয়ে কিম জু আয়’কে উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক হিসেবে তৈরি করতে চাইছেন কিম জং উন । বর্তমানে তার মেয়ের বয়স  ১০ বছর। বাবার সাথে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে দেখা গেছে তাকে।

এই প্রথম কিমের উত্তরসূরি হিসেবে কিম জু আয়ের নাম সামনে এনেছে  দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস (এনএইএস)। অবশ্য বিষয়টি এখনো পিয়ংইয়ংয়ের বিবেচনাধীন বলে জানিয়েছে এনআইএস।

 

প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কিম কন্যা জু আয়ে। প্রথম জনসমক্ষে আসার পর তাকে ‘প্রিয়’ কন্যার পরিবর্তে ‘সম্মানিত’ কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। আর ‘সম্মানিত’ বিশেষণটি উত্তর কোরিয়ার সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তির জন্য সংরক্ষিত।

বিশ্লেষকেরা মনে করছেন, কিম জং উন উত্তরসূরি হিসেবে তার মেয়েকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা থেকেই জু আয়েকে জনসাধারণের কাছে আগে থেকেই পরিচিত করেন। কঠোরভাবে পিতৃতান্ত্রিক উত্তর কোরিয়ার জন্য কুসংস্কার কাটিয়ে ওঠার একটি উপায়ও হতে পারে এটি। কারণ দেশটির নেতৃত্ব কখনই কোনো নারীর হাতে আসেনি।

 

Facebook Comments