banner

বুধবার, ০১ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 1065 বার পঠিত

 

মেহরিন’ অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম নারী সিনেটর

নারী সংবাদ


প্রথমবারের মত অস্ট্রেলিয়ার সিনেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম নারী ‘মেহরিন ফারুকি’। বুধবার তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেয়া হয়। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি নিউ সাউথ ওয়েলস থেকে গ্রিন পার্টির সাংসদ ছিলেন। ২০১৩ সালে তিনি সাংসদ নির্বাচিত হন।

আগামী সপ্তাহে মেহরিন সিনেটর হিসেবে শপথ নেবেন।

বিবিসিকে মেহরিন বলেন, “তার কাজ হবে একটি ইতিবাচক অস্ট্রেলিয়া গড়ার পক্ষে, যেখানে ধর্ম-বর্ণের বিচিত্রতা থাকবে। তাঁর মতে, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে (তাঁর সিনেটর হওয়া) অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সিনেটর হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে বর্ণবাদকে পরাজিত করা।”

মেহরিন ১৯৯২ সালে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া আসেন। পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট করা মেহরিন ক্যারিয়ার শুরু করার পরই রাজনীতিতে প্রবেশ করেন।
উল্লেখ্য, পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম নারী পেশায় পরিবেশ প্রকৌশলী। তিনি নারীবাদী হিসেবেও বেশ পরিচিত।

সুত্র: খবর বিবিসি।

Facebook Comments