banner

শনিবার, ১৮ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 458 বার পঠিত

 

বালিয়াকান্দিতে গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণ


নারী সংবাদ


কিস্তির টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় ধর্ষণ ও সহায়তা করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই হাবিবুর রহমান জানান, ওই গৃহবধূ গত ৯ আগস্ট উপজেলার নারুয়া বাজার ব্র্যাক অফিস থেকে কিস্তির ৫০ হাজার টাকা উত্তোলন করে তেকাঠি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় তেকাঠি জামে মসজিদের সামনে পৌঁছলে কিছু দুর্বৃত্ত তাকে জোরপূর্বক সাদা রঙের মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে তাকে ঘরের মধ্যে আটকে রেখে সিরাজ মণ্ডল ও আরো দুইজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধর্ষণ করে। দুই দিন আটকে রেখে ধর্ষণের ফলে গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। গত ১১ আগস্ট রাত ৯টার দিকে তাকে মোক্তার হোসেনের বাড়িতে আনলে তার অভিভাবকেরা খোঁজা পেয়ে সেখান থেকে উদ্ধার করেন। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদি হয়ে গত ১৪ আগস্ট রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে উপজেলা খালিয়া মধুপুর গ্রামের তায়জাল মণ্ডলের ছেলে সিরাজ মণ্ডল, সেকেন মণ্ডলের ছেলে মোস্তফা মণ্ডল, তায়জাল মোল্যার ছেলে ইউনুছ মোল্যা, বড়হিজলী গ্রামের মৃত সামাদ মোল্যার ছেলে মোক্তার হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি বিচারক বালিয়াকান্দি থানার ওসিকে রেকর্ড করার নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সূত্র: নয়াদিগন্ত।

Facebook Comments