মেয়েদের বাল্যবিবাহ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। সম্প্রতি দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত একটি আইনে পাস করা হযেছে। ওই আইনে ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলে এর সঙ্গে জড়িত ব্যক্তিকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। প্রসঙ্গত, দেশটিতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই এক তৃতীয়াংশ মেয়েশিশুরই বিয়ে হয়ে যায়।
গাম্বিয়া পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক অঙ্গ সংগঠন ইউনিসেফ এবং লন্ডনভিত্তিক নারী অধিকার বিষয়ক সংগঠন ইক্যুয়ালিটি নাউ। এক বিববৃতিতে ইউনিসেফ বলেছে, ‘বাল্যবিবাহ রোধে পদক্ষেপ নেয়ায় আমরা দেশটির মহামান্য রাষ্ট্রপতির দৃঢ় নেতৃত্বের প্রশংসা করছি। আশা করছি, সরকার এ আইন বাস্তবায়ন এবং শিশুদের অধিকার পূরণে দেয় অঙ্গীকার পূরণে সচেষ্ট থাকবে।’
তবে পার্লামেন্টর এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। তিনি বলেছেন, এ ধরনের কঠোর আইন দেশে বিদ্রোহের স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়তে পারে।