banner

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 222 বার পঠিত

 

গজারিয়ায় যৌতুকের বলি হলেন গৃহবধূ


নারী সংবাদ


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগাচর গ্রামে যৌতুক না পেয়ে মারধর করায় বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

জানা যায়, এক বছর আগে টেংগারচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গ্রাম পুলিশের সদস্য নাসিমা বেগমের মেয়ে স্বর্ণার সঙ্গে পাশের বাড়ির সুমনের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৩০ হাজার টাকা দাবি করে সুমনের পরিবার।

নাসিমা অভিযোগ করেন, এক সপ্তাহ আগে যৌতুকের ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। পাঁচ হাজার টাকা কম দেওয়ায় শ্বশুর বাড়ির লোকজন ও স্বামী সুমন গত বোববার স্বর্ণাকে মারধর করে।

এই অপমান সইতে না পেরে স্বর্ণা গতকাল দুপুরে হোসেন্দী বাজারে গিয়ে বিষপানে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় কয়েকজন শিক্ষার্থী তাকে অচেতন অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই স্বর্ণার মৃত্যু হয়।
সুত্র: সমকাল

Facebook Comments