banner

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 344 বার পঠিত

 

ক্ষমতাশীল ৬ নারীর ক্যারিয়ার পরামর্শ

নারীদের ক্যারিয়ার গড়া পুরুষের মতো সহজ হয়নি এখনো। আর এক্ষেত্রে পিছিয়ে পড়া নারীদের সামনে উদাহরণ হয়ে রয়েছেন বেশ কিছু উদ্যোক্তা কিংবা কোনো প্রতিষ্ঠানে উচ্চপদে আসীন নারী, যারা নিজের যোগ্যতা দিয়ে গড়ে তুলেছেন নিজেদের সাম্রাজ্য। এ লেখায় থাকছে তেমন কয়েকজন নারীর পরামর্শ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
নিজে যা জানেন না, তা জেনে নিন
জেসিকা অ্যালবা জেসিকা অ্যালবা দ্য অনেস্ট কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান ক্রিয়েটিভ অফিসার। তিনি বলেন, ‘আপনার চারপাশে এমন সব মানুষদের একত্রিত করুন, যারা আপনার চেয়ে স্মার্ট। আপনার কখনোই কক্ষের সবচেয়ে স্মার্ট ব্যক্তি হওয়ার প্রয়োজন নেই। বরং যদি তা হয়ে যান তাহলে চিন্তার বিষয়।’
কাজের প্রতি আকর্ষণ
মেগ হুইটম্যান বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপির সিইও মেগ হুইটম্যান। তিনি সম্প্রতি বলেন, ‘আমি আমার মায়ের কথার পুনরাবৃত্তি করতে পারি। তিনি বলেন, কাজের প্রতি আকর্ষণ থাকতে হবে।’ তিনি আরো বলেন, হকি ও বাস্কেটবল কোচরা যেমন বলেন, আপনি যে শটটি নেননি তার মিস হওয়ার সম্ভাবনা শতভাগ। এ কারণে সাহস করে চেষ্টা চালিয়ে যেতেই হবে।
নেতৃত্ব হলো গ্রহণ করার ক্ষমতা
অ্যান ফিনুক্যান ব্যাংক অব আমেরিকার ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল চিফ স্ট্রাটেজি অ্যান্ড মার্কেটিং অফিসার অ্যান ফিনুক্যান। তিনি ডারউইনের একটি প্রসঙ্গ টেনে নেতৃত্বকে গ্রহণ করার ক্ষমতা হিসেবেই তুলে ধরেন। তিনি বলেন, ‘ডারউইন বলেছিলেন, যারা টিকে থাকে তারা সবচেয়ে শক্তিশালী কিংবা সবচেয়ে বুদ্ধিমান নয়, এটা তারাই যারা পরিবর্তনকে মেনে নিতে পারে। আমার মনে হয় আমি যখন ছোট ছিলাম তখন এটি চিন্তা করেছিলাম যে আমি কখনোই সবচেয়ে শক্তিশালী কিংবা সবচেয়ে উজ্জ্বল হবো না। এক্ষেত্রে পরিবর্তন গ্রহণ করে নেয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। তার অর্থ এই নয় যে, আপনার মূল্যবোধ নষ্ট করতে হবে। কিন্তু এটা আপনার চারপাশের পরিবেশ পরিবর্তন ও তা গ্রহণ করার বিষয়।’
সুযোগের জন্য প্রস্তুত থাকুন
ন্যান্সি পেলোসি ডেমোক্রেট নেত্রী ও মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর সদস্য ন্যান্সি পেলোসি। তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। শুধু প্রস্তুত থাকুন। আপনার হয়ত জানা নেই, কোনো সুযোগ অপেক্ষা করছে আপনার সামনে।’ তিনি জানান, তিনি কখনোই কংগ্রেসের জন্য দৌড়াননি। তিনি নেতৃত্বের জন্যও এগোননি। অন্যরাই তাকে সামনে নিয়ে এসেছে।
নিজের সঙ্গে সত্যবাদী
অ্যাঞ্জেলা অ্যারেন্ডটস বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অনলাইন স্টোরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা অ্যারেন্ডটস। তিনি বলেন, ‘আমি সব সময় বলি, নিজের প্রতি সত্যবাদী থাকুন। আমাদের যা আছে তা নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। আপনার যা আছে তা দিয়েই যা করা সম্ভব করুন। নিজেকে জানুন আপনার নিজের মতো করে জীবনকে অনুভব করুন। জীবন নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। কারণ আমার মনে হয় আমাদের সবারই এ বিষয়ে অপরাধবোধ রয়েছে।’
সবকিছু ঠিক হয়ে যাবে
গেইল কিংমিডিয়া ব্যক্তিত্ব ও দ্য অপরাহ ম্যাগাজিনের একজন সম্পাদক গেইল কিং। তিনি বলেন, ‘আমি নিজেকে রিল্যাক্স করতে বলি। সবকিছু নিজের মতো করে চলবে। আপনি যদি নিজের জীবনের দিকে দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন।’
Facebook Comments