banner

রবিবার, ১৯ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 362 বার পঠিত

 

রুখে দিতে আত্মরক্ষার কৌশল শিখছে তনুরা

প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য চত্বরে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’। প্রশিক্ষণ নিয়ে নারী ছিঁড়ে দেবে পুরুষ-আরোপিত শৃঙ্খল, অশুভর নাগপাশ থেকে মুক্ত করবে নিজেকে। নারীর ওপর যেকোনো বর্বর কর্মকাণ্ডও রুখে দেবে তারা।

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই আত্মরক্ষা প্রশিক্ষণে প্রথম দিনে প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক লাকী আক্তারের নেতৃত্বে ১৭ নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন তায়কোয়ান্দো ব্ল্যাকবেল্ট জেসমিন আক্তার রুমা।

আত্মরক্ষা প্রশিক্ষণের এ আয়োজন সম্পর্কে লাকী আক্তার বলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় বসে থাকার সুযোগ নেই। তাই আমরা নিজেরাই আত্মরক্ষার উদ্যোগ গ্রহণ করেছি।’

প্রশিক্ষক জেসমিন আক্তার রুমা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবার মধ্যে দ্রুত শেখার আগ্রহ আছে। প্রথমদিনেই তারা অনেক ভাল পারফর্ম করেছে।’

প্রতি শুক্রবার নিয়মিত এই প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছে প্রীতিলতা ব্রিগেডের সঙ্গে সংশ্লিষ্টরা।

আত্মরক্ষা প্রশিক্ষণে যেকোনো বয়সের নারী অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া খুব শিগগিরই দেশের অন্যান্য জেলাতেও এ প্রশিক্ষণ শুরু হবে।

Facebook Comments