banner

মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইং, ,

পোস্টটি 534 বার পঠিত

 

কাজ যা ই হোক না কেন,তাকে ছোট ভাবার কিছু নেই- স্মৃতি ইরানি।

যেকোনো কাজ করার মধ্যে যে অগৌরব নেই সে কথাই যেন স্মরণ করিয়ে দিলেন ভারতের মানবসম্পদমন্ত্রী স্মৃতি ইরানি।

গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সম্মেলনে যেকোনো কাজ করার প্রতি গুরুত্ব দিয়ে স্মৃতি বলেন, ‘আপনি পানির কলের মিস্ত্রিই হোন বা মেকানিকই হোন, কোনো কাজেই লজ্জা থাকা উচিৎ নয়। আমি একজন মন্ত্রী হয়ে বলতে পারি ১৫ বছর আগে আমি মুম্বাইয়ের হোটেলে বাসন মেজেছি।’

যেকোনো কাজকেই গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, ‘কাজ যাই হোক না কেন। এটাকে মোটেই ছোট করবেন না।’

একটি ‘দক্ষ ভারত’ তৈরি করাই তাদের সরকারের প্রধান কাজ মন্তব্য করে স্মৃতি বলেন, ‘এই দক্ষ ভারত তৈরিতে সবার আগে আমাদের গুরুত্ব দিতে হবে কাজকে। সমাজ যখন কাজকে মূল্যায়ন করবে তখন যেকোনো কাজ হবে সম্মানের।’

এ ধারণা মানুষের কাছে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দায়িত্ব দিয়েছেন বলে জানান সাবেক এ টিভি অভিনেত্রী।

সূত্র: এনডিটিভি

Facebook Comments