banner

বুধবার, ১৪ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 13, 2025

 

ছড়ড়া-৬৮

আসাদ বিন হাফিজ


এসেছে ফাগুন লেগেছে আগুন মৌবনে
লাগেনি আগুন চেতনার কোষে, যৌবনে।
পলাশ শিমুল কৃষ্ণচুড়া হয়েছে রক্তরাল
ছালাম রফিক বরতের ভাই ঘুমে বেহাল।

রক্ত দিলাম মায়ের ভাষায় মনের কথা কইবো
তাতে যদি বাঁধা আসে কেমন করে সইবো।
আমার দেহের রক্তের কিরে নেই রে দাম
রক্ত না দিস আজকে দে তুই একটু ঘাম।

পরাণ খুলে মনের কথা কইতে চাই
এই দাকীতে কোন কালই আপোস নাই।