banner

বুধবার, ১৪ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 13, 2025

 

কফিমগ

শুকনো পাতা


সুখের হাসি দেখতে হয় এক ঝলক
দূর থেকে,
হাতে ধোঁয়া উঠা কফির মগ ছুঁয়ে
ভালোবাসা জমে থাকে পর্বতের ওপাড়ে!

টেবিলের পাশের জানালা ধরে দৃষ্টির বহুদূরে
ফেলে আসা সময় দেখা যায়,হিম মাঘের দুপুরে,
ধীরে ধীরে মিলিয়ে যায় কফির রেশ
শূণ্য মগে রয়ে যায় স্মৃতির আবেশ!

#কফিমগ