banner

সোমবার, ০৬ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 372 বার পঠিত

 

হার না মানা রুপালীর গল্প!

অভাব আর প্রতিবন্ধিত্ব দমিয়ে রাখতে পারেনি রুপালীকে (২০)। দর্জির কাজ করে নিজ খরচে লেখাপড়া চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী রুপালি। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়ী গ্রামের রফিকুল ইসলামের প্রতিবন্ধী মেয়ে।
রুপালী জন্ম থেকেই অঙ্গ প্রতিবন্ধী। বাম হাতের অর্ধেক কাটা নিয়ে তার জন্ম। তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়। অভাবের সংসারে তার লেখাপড়ার খরচ যোগানো পিতার পক্ষে সম্ভব হয় না। তাই সে বেছে নিয়েছে দর্জির কাজ। ২০১৪ সালে স্থানীয় মহিলা উন্নয়ন সংস্থায় তিন মাসের দর্জি প্রশিক্ষণ নিয়ে ৩২টি আইটেমের কাজ শিখেছে। প্রশিক্ষণশেষে ওই সংস্থা থেকে তাকে বিনামূল্যে একটি সেলাই মেশিন দেয়া হয়। তখন থেকে লেখাপড়ার পাশাপাশি ওই সেলাই মেশিন দিয়ে বাড়িতে বসে সে দর্জির কাজ করে অর্থ উপার্জন করছে।
রুপালী খাতুন জানায় , প্রতিবন্ধী হলেও পিতা-মাতার অভাবের সংসারে সে বোঝা থাকতে চায় না । লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নিজ বাড়িতে বসে আয় করার জন্য সে দর্জি প্রশিক্ষণ নিয়েছে। স্নাতক পাস করে মাষ্টার্স করার ইচ্ছা রয়েছে প্রতিবন্ধী রুপালীর।
সূত্র- ইত্তেফাক।
Facebook Comments