banner

শুক্রবার, ০৩ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 667 বার পঠিত

 

স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর অলংকার পরিধানের বিধান

কোন নারীর স্বামী মারা গেলে তার জন্য কি অলংকার পরা জায়েজ আছে? বিভিন্ন এলাকাতে এই সব নিয়ে বিভিন্ন কথার প্রচলন আছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা- অবশ্যই এ সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা রয়েছে।

কোনো নারীর স্বামী মারা গেলে তাকে চার মাস দশ দিন অথবা গর্ভবতী হলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হয়, এটা ইসলামের বিধান। এই সময়ে সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক কোনো কিছু ব্যবহার করা যাবে না। এমন কি নাক ফুলও ব্যবহার করতে পারবে না এবং চুল না আচড়ানোও উত্তম।

তবে বেশি খারাপ লাগলে এলোমেলো চুল ঠিক করতে পারবে। শরীআত কর্তৃক নির্ধরিত এই সময় পার হলে আগের মত সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক সব কিছু ব্যবহার করতে পারবে। [ফাতাওয়া আলমগীরী ২-৫৩৩]

Facebook Comments