banner

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 281 বার পঠিত

 

ভাগ্য মানুষকে কোথায় না নিয়ে যায়!

ভাগ্য মানুষকে কোথায় না নিয়ে যায়!


ডা. তামান্না কবীর


ভাগ্য মানুষকে কোথায় না নিয়ে যেতে পারে।গাইনী ওয়ার্ডে ভর্তি এক মহিলার স্বামী বেশকিছুদিন হলেই ঘুরছে

“ম্যাডাম আমার ঔষুধ কেনার টাকা নাই,আপনি যদি একটু হাসপাতাল থেকে সব ঔষুধের ব্যবস্থা করে দিতেন”

এমন কথা সরকারি হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগীই বলে,তবুও সিস্টারদের বলা হলো যেনো সাপ্লাই ঔষুধগুলো উনাকে দেয়া হয়।

আজ evening ডিউটিতে আমি যখন ডিউটি Doctor রুমে বসে আছি লোকটা এসে অবলীলায় ইংরেজীতে কথা বলে যাচ্ছে অথচ তার Appearance,, dress up কোনকিছুই তার এই আচরনের সাথে বিন্দু মাত্র ও মিলছে না,,,কৌতুহলের সীমা ছাড়িয়ে গেলে জিজ্ঞেস করলাম আপনি মনে হচ্ছে অনেকদূর লেখাপড়া করেছেন?

তার উত্তর, সে ঢাকা ভার্সিটি থেকে ইংরেজীতে মাস্টার্স করেছে,স্কলার্শীপ নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতেও যাওয়ার সুযোগ হয়েছিলো তার…।একটা job করত,কোন একটা কারনে job টা তার থাকেনা,,পরে অন্য job গুলোতে ঘুষ না দিলে হচ্ছিলো না তাই সে এখন অটো ড্রাইভার. job এরও আর বয়স নাই….বৌয়ের অসুস্থতায় অটো চালানো বন্ধ তাই ইনকাম ও নাই…

সে যে DU এর English এ মাস্টার্স করা, এখন সেটা বলতেও লজ্জা পায়…এই সবগুলো কথা সে ইংরেজীতে fluently বলে গেলো…

এমন অনেক ঘটনা গল্পে পড়েছি,কখনও কারও মুখে শুনেছি কিন্তু নিজের চোখে এই প্রথম দেখলাম…
এদেশে প্রকৃত শিক্ষার মূল্য কোথায়…!!

Facebook Comments