banner

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 625 বার পঠিত

 

দুই বিঘা জমি প্যারোডি ভার্শন

ডা. এম এস কবীর জুয়েল


বাবুরা কহিলেন,বুঝেছ মঈন- এ তল্লাটের লইবো দখল;
তোমাদের সবারে সহিতে হইবে সামান্য একটু ধকল।
মঈন কহিলো – মহাশয় ভূপতি,
আপনারা বিনে, আছে কি মোর গতি?
মঈন কাঁদিতে লাগিলেন হাও মাও, হাও মাও
জ্যো.বাবু কহিলেন, পঞ্চ অশ্ব লইয়া যাও।
প্রহর আসিলে জানিবে সবে,
কোথায় কখন কি করিতে হবে?
মঈন হ্রেষা সম সগতোক্তি করিয়া লইলো বিদায় ,
দেশে আসিয়া কেবলি নিজের আখের গুছায়।
অচিরেই আসিলো দিন ক্ষণ,
মঈন-ও বড্ড বিচক্ষণ;
দফায় দফায় করিলো লম্বা মিটিং সারা দিনভর,
ততক্ষণে পগার পার সকল অজ্ঞাত টার্গেট শুটার
এরপরের কাহিনী সকলের জানা,
বেশী কথা যে কইতে মানা।

Facebook Comments