banner

বুধবার, ১৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 449 বার পঠিত

 

এনজিওর ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা


নারী সংবাদ


চুয়াডাঙ্গার জীবননগরে এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার রাতে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাশিপুর গ্রামের বাজারপাড়ার আব্দুল হালিম বুধোর স্ত্রী শরিফা খাতুন (৫২) এলাকার বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের ঋণ গ্রহণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় বেশ কিছু এনজিও কর্মী ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঋণের টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শরিফা খাতুন বিষপানে আত্মহত্যা করেন।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, এনজিওর ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ

Facebook Comments