banner

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 15, 2025

 

শাহজালাল বিমানবন্দরে বেবি কেয়ার সেবা

নারী সংবাদ


বাংলাদেশে এই প্রথমবারের মতো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেবি কেয়ার উদ্বোধন করেছে। এই বেবি কেয়ারে ভ্রমণরত মায়েরা স্বাচ্ছন্দের সাথে তাদের সন্তানের যত্ন নিতে পারবে, ডায়াপার বদলাতে এবং ব্রেষ্টফিডিং করাতে পারবে।

২২শে জুলাই ২০১৮ তারিখে এই সেবাটি উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম এম শাজাহান কামাল এমপি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান এবংএমজিআই (মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টিজ )এর মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা কামাল।

 

নুর ই আলিফ হাসানের সাফল্য

বিশেষ সংবাদ


নুর ই আলিফ হাসান, বাংলাদেশের নক্ষত্র জ্বলজ্বল করছে মস্কোর আকাশে। ২০১৮ সালে ‘ALOHA Mental Arithmetic International Competition’ মস্কো তে লেবেল- ৩ তে (সিনিয়র) থেকে দ্বিতীয় স্থান লাভ করেন। বাবা-মা সন্তানকে উদ্বুদ্ধ করেছেন এমন চমৎকার কার‍্যক্রমে অংশগ্রহণ করার জন্য।

মুলত, রাশিয়ার রাজধানী মস্কোতে
‘আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (কংগ্রেস হোল)’ এ ‘ALOHA Mental Arithmetic International Competition ২০১৮’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের ছাত্ররা এই প্রতিযোগিতায় তাদের গতি ও নির্ভুলতা পরীক্ষা করতে অংশগ্রহণ করবে। ALOHA পক্ষ থেকে বাংলাদেশ থেকে ২৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন এই বছর। এবং ‘নুর ই আলিফ হাসান’ লেবেল- ৩ তে (সিনিয়র) থেকে দ্বিতীয় স্থান লাভ করেন।

নুর ই আলিফ হাসান এর সফলতা আমাদের এ প্রজন্মের শিশু কিশোরদেরকে উৎসাহিত করবে। ALOHA আয়োজক বৃন্দ কে আন্তরিক ধন্যবাদ। পুরো বাংলাদেশের পক্ষ থেকে নুর ই আলিফ হাসানকে অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা।

অপরাজিতাবিডির পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি প্রতি বছর সংগঠিত। পূর্ববর্তী বছরে এই প্রতিযোগিতাটি অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপিনসে অনুষ্ঠিত হয়েছিল।