banner

রবিবার, ০৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 118 বার পঠিত

হাসিনা আখতারের ‘জিন্নাহ-গান্ধী সম্পর্ক’

Bookনিজস্ব প্রতিবেদক,অপরাজিতাবিডি: ব্রিটিশ ভারতের রাজনীতিতে জিন্নাহ-গান্ধীর নেতৃত্ব বহুল আলোচিত এবং সমালোচিত। তবে আলোচনার চেয়ে জিন্নাহর সমালোচনাই বেশি। উপমহাদেশীয় জনগণ সাধারণভাবে এটাই বিশ্বাস করে যে, ভারত ভাগের জন্য জিন্নাহ এককভাবে দায়ী। তাদের ধারণা যদি সত্যি হয় তাহলে স্বীকার করতেই হবে নেতা হিসেবে জিন্নাহ দারুণ গণবিমুখ হওয়া সত্ত্বেও ব্রিটিশ এবং কংগ্রেসের ন্যায় দুটি প্রতিষ্ঠিত শক্তিকে ভারত ভাগ মেনে নিতে বাধ্য করা আশ্চর্যজনক তো বটেই। এখানে জিন্নাহর ক্যারিশমাই মূল শক্তি, নাকি গান্ধী এবং কংগ্রেস নেতারাই পরোক্ষভাবে তাঁকে এ অর্জনে সহায়তা করেছেন।

 

জিন্নাহ-গান্ধী নিয়ে এবারের বই মেলায় এসেছে হাসিনা আখতারের ‘জিন্নাহ-গান্ধী সম্পর্ক’ বইটি।

 

বইটিতে জিন্নাহ-গান্ধী সম্পর্ক বিচার-বিশ্লেষণ করা হয়েছে। বইটি প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে  ১১১, ১১২, ১১৩ নম্বর স্টলে। বইটির মূল্য: ৫৭০টাকা

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৬৪০ঘন্টা১২ফেব্রুয়ারি২০১৪/এ

 

Facebook Comments