banner

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 250 বার পঠিত

পথশিশুদের জন্য নিপার স্কুল

নীপাঅপরাজিতাবিডি ডটকম: সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের নৈতিক মূল্যবোধ, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যেখানে তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে সত্ কাজের আদেশ কিংবা ভালো কাজ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের নজির এখন প্রায় বিরল ঘটনায় পরিণত হয়েছে। তারপরও নানা প্রতিকূলতার মুখেও আমাদের সমাজের ও আশেপাশের কেউ না কেউ মহান এ দায়িত্ব পালন করে যাচ্ছেন নীরবে নিভৃতে

 

কোন ধরনের প্রাপ্তি বা প্রতিদানের কথা না ভেবেই তারা সমাজকে কিছু একটা দেয়ার ব্রত নিয়ে কাজ করছেন নিজের তাগিদ থেকেই। আর এমনেক অনুসরণীয় দৃষ্টান্তের নাম নিপা চৌধুরী। ২০০৯ সালের শুরুর দিকের কথা। সমাজের অবহেলিত পথশিশুদের জন্য প্রথমে কিছু একটা করার চিন্তভা আসে তার মাথায়। এ চিন্তা থেকেই পথচলা। বাইরের কোন অর্থ সংস্থান বা অন্য কারো সাহায্য সহযোগিতার কথা চিন্তা না করে সম্পূর্ণ নিজের অর্থায়নে এসব অবহেলিত ও বঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন নিপা। এ সময় তিনি প্রায় ৭০ জন পথশিশুকে একত্রিত করে নিজের ড্রয়িং রুম থেকে শিক্ষা দানের কাজ শুরু করেন।

 

-প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম/২৪জানুয়ারী২০১৪.১৭.০৩

Facebook Comments