banner

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 161 বার পঠিত

ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

index_26362অপরাজিতাবিডি ডটকম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে সোমবার রাতে ম্যানেজার ও সেবিকার ভুল চিকিৎসায় জবা রাণী (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

 

এদিকে, মঙ্গলবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী ওই ক্লিনিক সিলগালা করেন।

 

জানা গেছে , প্রসব বেদনা শুরু হলে জবা রাণীকে সোমবার দুপুরে রোগীর স্বজনরা অপারেশনের জন্য ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার ক্লিনিকে ভর্তি করেন। ডাক্তারের পরামর্শ ছাড়াই ক্লিনিকের ম্যানেজার শাহিনসহ কয়েকজন নার্স প্রসূতির অস্ত্রোপাচার করে।

 

এরপর সন্ধ্যায় নবজাত ও প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিমুল বারী ওই ক্লিনিক সিলগালা করেন এবং ঘটনাস্থল থেকে সহকারী ম্যানেজার ফেরদৌস আলম, নার্স শিলা রাণী সরকার ও শাহানাজ পারভীন শাপলাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের স্বামী মদন রায় জানান, ডাক্তার ছাড়াই ক্লিনিকের ম্যানেজার ও নার্স তার স্ত্রীর শরীরে অস্ত্রোপাচার করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ খান জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/১২৩০ঘন্টা১৮ফেব্রুয়ারি২০১৪/এ

Facebook Comments