banner

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 311 বার পঠিত

গর্ভনিরোধক বড়ির ক্ষমতা ‘কমিয়ে দিতে পারে’ অ্যান্টিবায়োটিক

হরমোনাল গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করা নারীরা সাধারণ সমস্যায় অ্যান্টিবায়োটিক সেবন করলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের পরিস্থিতিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষকেরা।

বিশেষজ্ঞরা ৭৪ হাজার ৬২৩ নারীর ওষুধ সেবনের ডেটা বিশ্লেষণ করে জানিয়েছেন, অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ গর্ভনিরোধক বড়ির কার্যক্ষমতা পুরোপুরি কমিয়ে দিতে পারে।

গবেষণায় অংশ নেয়া ৪৬ জন নারী গর্ভনিরোধক বড়ি সেবনের পরেও গর্ভধারণ করেন, তারা সবাই অ্যান্টিবায়োটিক নিচ্ছিলেন।

ফলাফলে গবেষকেরা লিখেছেন, ‘হরমোনাল গর্ভনিরোধকের সঙ্গে অ্যান্টিবায়োটিক ওষুধের যে একটা যোগসূত্র আছে, সেটি এই গবেষণায় দেখা গেল।’

‘হরমোনাল গর্ভনিরোধক ওষুধ সেবনকারী নারীদের আরও সতর্ক হওয়া উচিত।’

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভান্স বলছেন, ‘আমার মনে হচ্ছে রোগীরা ওষুধের নির্দেশিকা ঠিকমতো পড়ে দেখেন না অথবা চিকিৎসক ঠিকমতো সতর্ক করছেন না।’

গবেষণার ফলাফলে বলা হয়েছে সাধারণ ওষুধ সেবনকারী নারীদের তুলনায় অ্যান্টিবায়োটিক সেবনকারী নারীদের (যারা গর্ভনিরোধক ওষুধ নিচ্ছেন) গর্ভধারণের শঙ্কা ৭ গুণ বেশি।

Facebook Comments