banner

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

ইলহান ওমরই (১ম পর্ব)

ইলহান ওমরই (১ম পর্ব)


অপরাজিতা


ইলহান ওমরই মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম আফ্রো-আমেরিকান মুসলিম নারী সদস্য।

যিনি সব বাঁধা বিপত্তি ডিঙ্গিয়ে মাথায় হিজাব বেঁধে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ পেয়েছেন। মুসলিম নারী হিসেবে হিজাব পড়ার অধিকার সমুন্নোত রাখার জন্যও ইলহানকে অনেক প্রতিবাদি কাঠ-খড় পোড়াতে হয়েছে।
তবে সে সব বিতর্ক বিরোধিতার গ্যারাকল ডিঙ্গিয়ে ইলহান ওমর অনেক এগিয়ে গেছেন। মিনেসোটার ডেমোক্র্যাটিক
-কৃষক-শ্রমিক-পার্টির প্রার্থী ইলহান ওমর ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের নির্বাচনে ২০১৬ সালে মিনেসোটা ফিফথ ডিস্ট্রিক্ট কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন ৩৫ বছর বয়েসী কৃষ্ণাঙ্গ মুসলিম তরুণী ইলহান ওমর। পুরো নাম ইলহান আব্দুল্লাহি ওমর।

১৯৮১ সালে সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে জন্মগ্রহনকারী ইলহান ওমর নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রী অর্জন করেন। সম্ভবত ইলহান ওমরই হচ্ছে প্রথম কোনো সোমালি-আমেরিকান নাগরিক যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতিতে নজিরবিহিন সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন।

সংক্ষিপ্ত পরিচয় উইকিপিডিয়াঃ

ইলহান ওমর
ইউনাইটেড স্টেটস রিপ্রেজেন্টেটিভ

জন্মের তারিখ এবং স্থান: ৪ অক্টোবর, ১৯৮১ (বয়স ৩৭ বছর), মোগাদিসু, সোমালিয়া
দল: ডেমোক্র্যাটিক পার্টি
স্বামীঃ আহমেদ হিরসি (বিবাহ. ২০১৮), আহমেদ নুর সাইদ এলমি (বিবাহ. ২০০৯–২০১৭)
শিক্ষা: নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি (২০১১), Edison High School
শিশু: ইসরা হিরসি
ভাইবোন: সাহরা নুর

চলবে…