banner

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ইং, ,

পোস্টটি 1013 বার পঠিত

 

চুলের যত্নে কিছু জানি

চুলের যত্নে কিছু টিপস


ঘরকন্যা


(১) গোসলের আগে চুল আঁচড়িয়ে নিবেন। চুল সবসময় নিচ থেকে আচড়াবেন। তাহলে খুব সহজে চুলে জট থাকলে খুলে যাবে। চুল নষ্ট হবে কম।
আর চুলের জট খোলার জন্য সবসময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন।

(২) সপ্তাহে ৩ দিন চুলে Shampoo করবেন।
চুলে বেশি Shampoo করলে চুলের Natural Oil নষ্ট হয়ে গিয়ে চুল Dry হয়ে যায়। চুলে Shampoo করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

ক) চুল আগে ভিজিয়ে নিতে হবে।

খ) যতটুকু Shampoo চুলে দিবেন তা একটা বাটিতে নিবেন। তার মধ্যে একটু পানি মিক্স করে পাতলা করে নিবেন। তাহলে লাগাতে সুবিধা হবে। আর চুল যখন ধুবেন তাড়াতাড়ি পরিষ্কার হবে।

গ) চুলে Shampoo লাগানোর সময় মাথার তালুতে ভালোভাবে লাগাবেন। তারপর চুলের নিচের দিকে লাগাবেন। খুব যত্ন করে আলতো হাতে লাগাবেন।

ঘ) চুল ধোয়ার পর Conditionar লাগাবেন। শুধু চুলের নিচের দিকে লাগাবেন। উপরে লাগানো জরুরি নয়। ৫/১০ মিনিট থেকে চুল ভালো করে ধুয়ে নিবেন।

(৩) গোসল শেষে চুল টাওয়েল বা গামছা দিয়ে শক্ত করে বেধে রাখবেন না। চুলে গামছা বা টাওয়েল দিয়ে বাড়ি দিয়ে পানি ঝরানোর চেষ্টা করবেন না। এতে চুলের আগা ফেটে যায়।

(৪) ভেজা চুল আঁচড়াবেন না।

(৫) চুলে অতিরিক্ত তেল দিবেন না। চুলের গোড়ায় তেল লাগিয়ে অবশ্যই চুলে Massage করবেন।

(৬) রাতে ঘুমানোর আগে চুল আঁচড়িয়ে হালকা কারে বেনি করে ঘুমাবেন।

(৭) খুশকি থাকলে সপ্তাহে ২ বার খুশকির Pack টা লাগাবেন।

(৮) সপ্তাহে ৩/৪ বার পছন্দের Hair প্যাক লাগাতে পারেন।

(৯) Shampoo করার পর Last মগ এর পানি লেবু/চায়ের লিকার দিয়ে চুল ধুতে পারেন চুল সিল্কি হবে।

(১০) গোসলের পর চুলে Last মগ এর পানি ৬/৭ টা পেয়ারা পাতা Shiddo পানি দিয়ে চুল ধুতে পারেন। এতে চুল পড়া অনেক কমে যাবে।

(১১) বেশি করে পানি খাবেন। আর সপ্তাহে ২ বার চিরনি ধুবেন।
কমেন্ট না করলে পরবর্তী টিপস পাবেন না এই বলে দিলাম।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments