banner

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 120 বার পঠিত

নিখোঁজের ৩দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

00_24608অপরাজিতাবিডি ডটকম, ঝিনাইদহ : নিখোঁজের ৩দিন পর লক্ষী রানী অধিকারী নামে ৪ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।  সে শৈলকুপার বসন্তপুর গ্রামের নেপাল চন্দ্রের মেয়ে।

রোববার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শ্রীরামপুর হাইওয়ে ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার মুখে টেপ জড়ানো ছিল। নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে।

লক্ষীর পিতা নেপাল চন্দ্র জানায়, শুক্রবার বিকালে বাড়ি থেকে লক্ষী নিখোঁজ হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের পর থেকে কে বা কারা তার শ্বশুরের কাছে মোবাইলে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল বলে জানান নেপাল চন্দ্র।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মুখ চেপে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। শিশুটিকে কারা ধরে নিয়ে যায় এবং অপহরণের নানা দিক খতিয়ে দেখছে পুলিশ।

তবে এ ঘটনায় কেউ গ্রেফতার বা আটক হয়নি।

অপরাজিতাবিডিডটকম/আরএ/৯ফেব্রুয়ারী২০৪০ঘন্টা২০১৪

Facebook Comments