banner

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং, ,

পোস্টটি 223 বার পঠিত

নতুন বছরের প্রত্যাশা

24_103এলো নতুন বছর। আমরা নতুন আশায় আছি। এবার বুঝি শান্তির দেখা মিলবে। এদেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা হবে। দল মত নির্বিশেষে সবাই দেশের কল্যাণের জন্য একতাবদ্ধ হবে। অনেক রক্ত ঝরেছে। অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষা, বাণিজ্য, কৃষিসহ নানা খাতে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের প্রতি সবিনয় অনুরোধ, আর হানাহানি নয়, এবার দেশের শান্তির প্রতি মনোযোগ দিন। আমরা দুর্বল কিংবা ব্যর্থ রাষ্ট্র নই; একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমাদের জ্ঞান, শক্তি, সাহস দেখে এ পৃথিবী যেন অবাক তাকিয়ে রয়। তবে গত বছরও ছিল সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা ছিটেফোঁটা পূরণের শেষ প্রান্তে এসে বিদায় নিয়েছে। আবারও প্রত্যাশা, সব ঝড়-জলোচ্ছ্বাস বিদায় নেবে; সুসংবাদ আসবে ঘরে ঘরে। আমরা একটা সুন্দর সমাজ চাই। একটা শাসন ব্যবস্থা চাই, যে ব্যবস্থা শোষণ করবে না। রক্তের স্রোত দেখাবে না। ক্ষমতার দাপট দেখাবে না। থাকবে না হিংসা-বিদ্বেষ। গত বছর স্কুল-কলেজে পড়ুয়াদের সমস্যা হয়েছে অনেক। চাই গণতন্ত্র যেন তার শক্ত অবস্থান খুঁজে পায়। ক্ষমতার জোরে যখন তখন সংবিধান বদল হয়।

এমন একটি সংবিধান চাই যেন তাতে দল মত নির্বিশেষে প্রকাশ করার সুযোগ-সুবিধা থাকে। চাই ভালো একটি সরকার। এছাড়া গ্রহণযোগ্যতা পাওয়ার মতো একটি নির্বাচন চাই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। মেয়েদের চলার পথ যেন নিরাপদ ও সুগম হয়। আমরা যখন দিনবদলের কথা শুনি, তখন মনটা ভরে যায়। স্বপ্ন দেখি সামনের দিনগুলো অনেক বেশি ভালো যাবে। কিন্তু আমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয়। আমরা নতুন করে পথ চলতে পারব। নতুন স্বপ্নের কথা বলতে পারব। সব ধরনের প্রতিকূলতা মাড়িয়ে এগিয়ে যেতে পারব সামনে।

-মোবাশ্বেরা জাহান: যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Facebook Comments