banner

রবিবার, ০৪ মে ২০২৫ ইং, ,

Daily Archives: May 1, 2025

 

কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না?

আমাদের নবী (সা) একটি হাদিসে বলেছেন, যে ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। [মুসলিম ২/২০০]  এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে, যেখানে ছবি থাকে সেটা দোকান হোক, ঘর হোক, অফিস হোক কিংবা অন্য কোন জায়গা হোক সেখানে যারই ছবি থাক না কেন ফেরেশতা সেখানে প্রবেশ করবে না।

অনেক পরিবারে রোগ ব্যধি লেগেই থাকে এই রোগ ব্যধির পিছনে এটা একটা করণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরণের গুনাহের কাজ থেকে বেচে থাকার তাওফিক দান করুন।

মাওলানা মিরাজ রহমান

 

স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর অলংকার পরার বিধান

কোন নারীর স্বামী মারা গেলে তার জন্য কি অলংকার পরা জায়েজ আছে? আমাদের এলাকাতে এই সব নিয়ে বিভিন্ন বিভ্রিান্তিমূলক কথার প্রচলন আছে। এই বিষয়ে ইসলামী শরীআতের দৃষ্টিভঙ্গি কি?

 

কোন নারীর স্বামী মারা গেলে তাকে চার মাস দশ দিন অথবা গর্ভবতী হলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। এই সময়ে সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক কোন কিছু ব্যবহার করা উচিত না। এমন কি নাক ফুলও ব্যবহার করতে পারবে না এবং চুল আচড়াতে পারবে না তবে বেশি খারাপ লাগলে এলোমেলো চুল ঠিক করতে পারবে। শরীআত কর্তৃক নির্ধরিত এই সময় পার হলে আগের মত সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক সব কিছু ব্যবহার করতে পারবে। [ফাতাওয়া আলমগীরী ২-৫৩৩]

 

মাওলানা মিরাজ রহমান

 

চাকরির রিজুমেতে যে বিষয়গুলো উল্লেখ রাখবেন

চাকরি পাওয়ার প্রথম শর্ত হল একটি ভাল রিজুমে বা জীবনবৃত্তান্ত । একজন চাকরিদাতা আপনার সম্পর্কে প্রথম ধারণাটা পান জীবনবৃত্তান্ত থেকে। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে জীবনবৃত্তান্তের গুরুত্ব অপরিসীম। প্রতিযোগীতার এই যুগে ভাল চাকরি পেতে হলে রিজুমেটি হতে হয় অনেক বেশি স্মার্ট। একটি রিজুমেতে আপনি কী কী উল্লেখ করেন? নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি এই তো? কিন্তু বর্তমান সময়ে রিজুমেতে কিছু বিষয় উল্লেখ করা প্রয়োজন যা আপনাকে ভাল চাকরি পেতে সাহায্য করবে।

১। অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop)

আপনি যদি কোন সৃজনশীল চাকরি খুঁজে থাকেন, তবে অ্যাডোবি ফটোশপের কাজ জেনে থাকা প্রয়োজন। ফটোশপের বেসিক কিছু কাজ যা আপনার যোগ্যতাকে দেবে ভিন্ন মাত্রা। ফটো এডেটিং, গ্রাফিক্স ডিজাইন, বেসিক কিছু ফটোর কাজ করতে পারবেন ফটোশপ থেকে।

২। মাইক্রোসফট এক্সেল

ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, কিংবা মার্কেটিং জব করতে ইচ্ছুক হলে, আপনাকে অব্যশই মাইক্রোসফট এক্সেলের কাজ জানতে হবে। মাইক্রোসফট এক্সেল সফটওয়ারটি সময়ের সাথে সাথে  আপডেট হতে থাকে। অ্যাডভান্স এক্সেল সফটওয়ারের কাজ শিখে রাখুন।

৩। যোগাযোগ

প্রতিটি কোম্পানি চায় যোগাযোগে দক্ষ একজন কর্মী। যোগাযোগে দক্ষ একজন কর্মী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগ সঠিকভাবে রক্ষা করতে পারে। মৌখিক এবং লিখিত দক্ষতা রিজুমেতে উল্লেখ করুন।

৪। মাল্টি টাস্কিং

একসাথে অনেকগুলো কাজ করার যোগ্যতা নিজের মধ্যে গড়ে তুলুন। কোন কোন কাজে আপনি পারদর্শী তা রিজুমেতে উল্লেখ করুন।

৫। কথা বলার ক্ষমতা

আপনি যেই ক্ষেত্রে চাকরি করেন না কেন, চাকরির একটি পর্যায়ে জনসম্মুখে আপনাকে কথা বলতে হবে। তাই সবার সামনে কথা বলার অভ্যাস থাকতে হবে। আপনার মধ্যে লজ্জা বা ভয় কাজ করলে সেটি কাটিয়ে তোলার জন্য কোর্স করুন। রিজুমেতে সেই কোর্সের নাম উল্লেখ করুন।

৬। নতুন কোন ভাষা শেখা

বাংলা ইংলিশের পাশাপাশি নতুন অন্যকোন ভাষা শিখে রাখুন। তা হতে পারে স্প্যানিশ, ফারসি অথবা অন্যকোন ভাষা। এটি আপনার রিজুমেতে নতুন মাত্রা যোগ করবে।

এছাড়া ওয়েব ডেভলাপার, ওয়ার্ড প্রেস, এসইও (SEO: Search Engine Optimization) কাজ শিখে রাখতে পারেন। এই যোগ্যতাগুলো আপনাকে অন্য চাকরিপ্রার্থীদের থেকে আলাদা করবে।

লিখেছেন

নিগার আলম

 

হঠাৎ বৃষ্টিতে সবজি খিচুড়ি

হঠাৎই বৃষ্টি। শীত আসি আসি করছে বলেই হয়তো। বৃষ্টির হাত ধরে আসবে শীত। তবে এই হঠাৎ বৃষ্টিতে পথেঘাটে ভোগান্তি পোহাতে হলেও খাবারের থালাটা কিন্তু সাজাতে পারেন একটু ভিন্নভাবে। বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। নতুন সব সবজি দিয়ে রেঁধে ফেলুন সবজি খিচুড়ি। আর খাবার টেবিলে সবাইকে চমকে দিন। রইলো রেসিপি-

উপকরণ : ৩-৪ রকমের ডাল, পোলাও চাল, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, পছন্দমতো কয়েক রকমের সবজি, পেঁয়াজ কুচি, ঘি, লবণ, তেজপাতা ও সয়াবিন তেল।

প্রণালি : প্রথমে পোলাও চাল ও ডাল ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিন। তারপর সব সবজি ছোট আকারে কেটে ধুয়ে হালকা সিদ্ধ করুন। এরপর হাড়িতে পরিমাণমতো তেল দিয়ে সামান্য ঘি ছেড়ে দিন। এবার ঘি এর ওপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা বাটা, জিরা বাটা ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর চাল দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি ঢেলে দিন। পানি ফুটে উঠলে সেদ্ধ করা সবজি ও লবণ দিয়ে নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে হাড়ি ঝাকিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর গরম গরম বেড়ে পরিবেশন করুন।

 

প্রাণবন্ত ত্বক পেতে চাইলে করণীয়

চলছে হেমন্তকাল। সেইসঙ্গে প্রকৃতিতে বইছে শীতের আগমনী সঙ্গীত। এই সময়ে আমাদের ত্বকে মিশ্র একটা ভাব দেখা দিতে পারে। মুখের টি জোন অর্থাৎ নাক-কপালের অংশ ছাড়া বাকি জায়গা শুষ্ক হয়ে যেতে পারে। তাই ত্বকের ধরন বুঝে নিতে হবে বাড়তি যত্ন। যদি ত্বকে মিশ্র ভাব দেখা দেয় তবে সাধারণত যে ফেসওয়াশ গরমকালে ব্যবহার করেছেন সেটাই রাখুন। তবে তা শুধু টি-জোনটুকুর জন্যই। বাকি শুষ্ক জায়গায় সাধারণ ফেস ওয়াশ বা ফোমিং ক্লিনজার দিয়ে ধোবেন।

বেশি শুষ্কতা দেখা দিলে ক্রিম ক্লিনজার, ক্লিনজিং মিল্ক অথবা গ্লিসারিন বার ব্যবহার করুন। প্রতিদিন বাইরে বের হওয়ার আগে দেখে নিন আপনার সঙ্গে ক্লিনজিং ওয়াইপস বা ওয়েট টিস্যু আছে কি না। প্রয়োজনে দরকার মত মুখ মুছে নেবেন। এ সময় ত্বক অনেকাংশেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। প্রতিদিন মাইল্ড স্ক্রাব ব্যবহার করতে ভুলবেন না। তৈলাক্ত ত্বকে জেল বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যেগুলোতে তেলের পরিমাণ কম,পানির পরিমাণ বেশি।

কলা পেস্ট করে লাগালে শুষ্ক ত্বকে প্রাণবন্ত ভাব ফিরে আসবে। মধুও শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী। টমেটোর রসের সঙ্গে একটু মধু পেস্ট করে নিন। অনেক ভালো ফল পাবেন। তৈলাক্ত ত্বকে শশার রস চমৎকারভাবে কাজ করবে। শশার রসের সাথে মুলতানি মাটি ও চন্দনের গুঁড়া মিশিয়ে লাগান। এতে যেমন তেলতেলে ভাব কমবে সাথে ত্বকের উজ্জ্বলতাও ফিরে আসবে। পেঁপে পেস্ট করে ১০-১৫ মিনিটের জন্য মুখে দিয়ে রাখুন। ত্বকের পোড়া ভাব দূর করবে। গাজর পেস্ট করে ১০ মিনিটের জন্য লাগালে উপকার পাবেন। চন্দন পেস্ট করে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ধুয়ে নিন।

তৈলাক্ত ত্বকের জন্য দুধের ক্রিম অথবা টকদইয়ের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপের পানি মেশান। মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মাস্কটি লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন, হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন। কলা পেস্ট করে মধু মিশিয়েও ত্বকে লাগাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে দিন। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে চমৎকার কার্যকরী। মুখে নারিকেল তেল লাগান। সুতির রুমাল গরম পানিতে ভিজিয়ে ভালো মতো নিংড়ে নিন। মুখের ওপর দিয়ে রাখুন কিছুক্ষণের জন্য। মুখটা মুছে নিয়ে এবার গোলাপ জল লাগিয়ে নিন। সব ধরনের ত্বকেই এটি মানিয়ে যাবে।