banner

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 470 বার পঠিত

 

স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর অলংকার পরার বিধান

কোন নারীর স্বামী মারা গেলে তার জন্য কি অলংকার পরা জায়েজ আছে? আমাদের এলাকাতে এই সব নিয়ে বিভিন্ন বিভ্রিান্তিমূলক কথার প্রচলন আছে। এই বিষয়ে ইসলামী শরীআতের দৃষ্টিভঙ্গি কি?

 

কোন নারীর স্বামী মারা গেলে তাকে চার মাস দশ দিন অথবা গর্ভবতী হলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। এই সময়ে সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক কোন কিছু ব্যবহার করা উচিত না। এমন কি নাক ফুলও ব্যবহার করতে পারবে না এবং চুল আচড়াতে পারবে না তবে বেশি খারাপ লাগলে এলোমেলো চুল ঠিক করতে পারবে। শরীআত কর্তৃক নির্ধরিত এই সময় পার হলে আগের মত সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক সব কিছু ব্যবহার করতে পারবে। [ফাতাওয়া আলমগীরী ২-৫৩৩]

 

মাওলানা মিরাজ রহমান

Facebook Comments