banner

সোমবার, ২০ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 441 বার পঠিত

 

সরাসরি না দেখে বেগানা নারীদের ছবি দেখলে পাপ হবে কিনা?

সরাসরি না দেখে মেয়েদের ফটো দেখা বিশেষ করে পত্র-পত্রিকা বা ম্যাগাজিনে যাদের ফটো থাকে তাদের ফটো দেখা কেমন?

প্রথমে জানতে হবে যে বেগানা বরতে আসলে কি বুঝানো হয়েছে? বেগানা মানে হলো- যে নারীর সাথে পর্দা করা ফরজ, পর্দাহীনভাবে যে নারীকে দেখার অনুমতি ইসলামি শরীয়ত প্রদান করে না। এমন নারীকে বেগানা বলা হয়। বেগানা নারীদের সরাসরি দেখা যেমন না জায়েজ ঠিক তেমনই ভাবে তাদের ফটো দেখাও না জায়েজ ও হারাম। তাই বেগানা মেয়েদের ফটো দেখা কোনভাবেই জায়েয না। [হেদায়া: ৪-৪৫৮]

মাওলানা মিরাজ রহমান

Facebook Comments