banner

রবিবার, ১৯ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 209 বার পঠিত

 

প্রথম নারী প্রধানমন্ত্রী

khaleda zia

অপরাজিতাবিডি ডটকম: বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালে রাজনীতিতে আসা বেগম জিয়া স্বাধীন বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি।

 

পরিচয়: বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম। ডাক নাম পুতুল। ১৯৪৬সালের আগস্ট ১৫ জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তাঁর পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তাঁর স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম। তাঁর দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস-চেয়ারম্যান । তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো একজন ব্যবসায়ী।

 

স্থায়ী নিবাস: দিনাজপুর শহরের মুদিপাড়া। আদি পিতৃ-ভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ী।

 

শিক্ষা: খালেদা জিয়ার স্কুলজীবন শুরু হয় পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকেই অষ্টম শ্রেণী পাশ করেন।

 

রাজনীতিতে যোগদান: ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভুত্থ্যানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মিদের অব্যাহত অনুরোধ ও দাবির মুখে ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম জিয়া।

 

বিয়ে: ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়াউর রহমানের ডাক নাম কমল। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডি এফ আই এর অফিসার হিসাবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন।

 

প্রথম নারী প্রধানমন্ত্রী: ১৯৯১ সালের ১৯ মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রথন নারী প্রধানমন্ত্রী হন।

-নিজস্ব প্রতিবেদক

 

 

Facebook Comments