banner

সোমবার, ২০ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 166 বার পঠিত

 

নির্মাতা শহীদুল ইসলাম খোকনের দাফন সম্পন্ন

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন সোমবার সকাল সোয়া ৮টায় উত্তরা আধুনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

প্রিয় কর্মস্থল বিএফডিসিতে বাদ আসর জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর খোকনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় জানাজা শেষে আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উত্তরায় এই নির্মাতার দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার সমস্যা এবং শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।

শহীদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) ভুগছিলেন। গত ৭ জানুয়ারি তার কণ্ঠনালিতে একটি অস্ত্রোপচার হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোনো চিকিৎসা নেই বলে জানান। এরপর তিনি ফিরে আসেন দেশে।

Facebook Comments