banner

বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 228 বার পঠিত

 

ঝটপট তৈরি করুন প্রন ফ্রিটার্স

বিকেলের নাস্তায় ঝাল ঝাল মুখরোচক হলে জমে বেশ। তৈরিতে সময় কম লাগে অথচ সুস্বাদু এবং স্বাস্থ্যকর এমন খাবার তৈরিই হবে বুদ্ধিমানের কাজ। তাই বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন প্রন ফ্রিটার্স। রইলো রেসিপি-

উপকরণ : চিংড়ি মাথা ও খোসা ছাড়িয়ে কুচি করে কাটা দেড় কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ১ চা চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লাইট সয়াসস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল (ভাজার জন্য) ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচামরিচ মিহি কুচি ১ টেবিল চামচ।

প্রণালি : চিংড়ি কুচি সয়াসস মাখিয়ে ২০ মিনিট রাখতে হবে। ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিম, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ একসঙ্গে মাখিয়ে অল্প অল্প করে মিশ্রিত ময়দার সঙ্গে মিশিয়ে চিংড়ি দিয়ে মেশাতে হবে। কড়াইয়ে তেল গরম করে বড়ার মতো অল্প অল্প করে চিংড়ির মিশ্রণ দিয়ে মচমচে করে ভেজে ওঠাতে হবে। প্রন ফির্টাস গারলিক সস, রেড চিলি সস অথবা টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করা যায়।

Facebook Comments