banner

বুধবার, ১৫ মে ২০২৪ ইং, ,

পোস্টটি 151 বার পঠিত

 

চিংড়ি মাছের সম্পূর্ণ ভিন্ন স্বাদের রান্না গার্লিক শ্রিম্প

চিংড়ি মাছটি পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া ভার। প্রায় সবাই চিংড়ি এবং চিংড়ির তৈরির খাবার খেতে পছন্দ করেন। চিংড়ির মালাইকারি, চিংড়ি দোপেঁয়াজি, চিংড়ি ভুনা খেতে খেতে একোঘেয়েমী চলে এসেছে? নতুন কোন চিংড়ির রেসিপি খুঁজছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসুন তাহলে জেনে নেওয়া যাক ভিন্ন স্বাদের রেসিপি গার্লিক শ্রিম্প।

উপকরণ:

  • ১/২ কেজি চিংড়ি মাছ
  • ১/২ কাপ অলিভ অয়েল
    ১/২ কাপ রসুন কুচি
  • ১ চা চামচ লাল শুকনো মরিচ গুঁড়ো
  • ২ চা চামচ পাপরিকা
  • লবণ স্বাদমত
  • ৩-৫ টেবিল চামচ লেবুর রস
  • ১/২ কাপ পার্সলি/ধনেপাতা কুচি

প্রণালী:

১। চিংড়ি মাছে খোসা ছড়িয়ে পরিষ্কার করে মাথা ফেলে দিন।

২। মাঝারি আঁচে প্যানে অলিভ অয়েল গরম করতে দিন।

৩। তেল গরম হয়ে আসলে এতে লাল শুকনো মরিচ গুঁড়ো, রসুন কুচি দিয়ে এক মিনিট ভাজুন।

৪। তারপর এতে চিংড়ি মাছগুলো দিয়ে মাঝারি আঁচে ভাজুন।

৫। এটি ৩ মিনিট রান্না করুন। খুব বেশি সময় ধরে রান্না করা থেকে বিরত থাকুন। বেশি সময় রান্না করলে চিংড়ি শক্ত রাবারের মত হয়ে যাবে।

৬। এর সাথে পাপরিকা, লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন।

৭। মাছ সিদ্ধ হয়ে আসলে এতে লেবুর রস , পার্সলি পাতা কুচি দিয় দিন।

৮। সবগুলো উপাদান ভাল করে নেড়ে নামিয়ে ফেলুন।

৯। ভাত অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন মজাদার গার্লিক শ্রিম্প।

টিপস:

১। রসুনের পরিমাণটি আপনি নিজের স্বাদমতো আরও বাড়িয়ে দিতে পারেন।

Facebook Comments